পিন্টু কুন্ডু, বালুরঘাট, ১৮ সেপ্টেম্বর: গোপন সূত্রে খবর পেয়ে এক বিশেষ অভিযান চালিয়ে প্রায় ৪১ লক্ষ টাকার সোনার বিস্কুট উদ্ধার করল বিএসএফ বাহিনী। রবিবার দক্ষিণ দিনাজপুর জেলার পতিরাম এলাকার ঘটনা। বিএসএফের ৬১ নম্বর ব্যাটালিয়নের জওয়ানরা মালদাগামী একটি বাসে হানা দিয়ে ভারতীয় এক ব্যক্তিকে আটক করে। যার কাছ থেকেই উদ্ধার হয় ৭ টি সোনার বিস্কুট। যার আনুমানিক বাজার মূল্য ৪০,৬৫,৪৭৩ টাকা।
জানা গেছে, হিলি সীমান্ত দিয়ে বিএসএফের নজর এড়িয়ে গোপনে সোনার বিস্কুট গুলি অন্যত্র পাচার করছিল ওই পাচারকারী। যার গোপন খবর পেয়েই এদিন অভিযান চালায় বিএসএফ। হাতেনাতে পাকড়াও করা ওই ব্যক্তির কাছ থেকেই উদ্ধার হয় সাতটি সোনার বিস্কুট। তবে এই ঘটনার মূল পান্ডার খোঁজে ধৃতকে জোর জিজ্ঞাসাবাদ শুরু করেছে সীমান্ত রক্ষী বাহিনীর জওয়ানরা।

