আমাদের ভারত, বালুরঘাট, ৭ ডিসেম্বর: হিলিতে বিএসএফের গোপন অভিযানে উদ্ধার ১১ টি সোনার বিস্কুট। আটক করা হয়েছে এক পাচারকারীকেও। উদ্ধার হওয়া সোনার মূল্য প্রায় ৫০ লক্ষ টাকা।
শনিবার দক্ষিণ দিনাজপুর জেলার ভারত-বাংলাদেশ সীমান্তের হিলির বালুপাড়া এলাকার ঘটনা। বিএসএফ জানায়, ধৃত ব্যক্তির নাম সাহাদুল মন্ডল। হিলির উজাল এলাকার বাসিন্দা সে। যার কাছ থেকেই এদিন ১১টি সোনার বিস্কুট উদ্ধার করেছে বিএসএফ। যার আনুমানিক বাজার মূল্য প্রায় ৫০ লক্ষ টাকা। এদিন একই সাথে ওই ব্যক্তির কাছ থেকে ভারতীয় ৩৭৬০ টাকা সহ একটি মোবাইল ফোন ও একটি নিক্যাপ উদ্ধার করেছে ১৯৯ নম্বর বিএসএফ। উদ্ধার হওয়া নিক্যাপের মধ্যেই লুকিয়ে পাচার করা হচ্ছিল ওই সোনার বিস্কুটগুলি বলে দাবি বিএসএফের।
বিএসএফ সূত্রের খবর, হিলির উজালের বাসিন্দা সাহাদুল মন্ডলের কাছ থেকেই এদিন উদ্ধার হয়েছে ওই বিপুল পরিমাণ সোনা। তবে এই ঘটনায় ধৃতকে জিজ্ঞাসাবাদে বিএসএফ জানতে পেরেছে সোনা পাচারের ক্যারিয়ার হিসেবে কাজ করত সাহাদুল। হিলির এক বাসিন্দা পিন্টু মণ্ডলের দেওয়া ওই সোনা এদিন পাচারের উদ্দেশ্যে নিয়ে যাচ্ছিল ওই ব্যক্তি। বেশকিছুদিন ধরেই এ কাজে যুক্ত হয়েছিল সে বলেও জানিয়েছে বিএসএফকে। এদিন গোপনসূত্রে সোনা পাচারের খবর পেতেই ১৯৯ নং বিএসএফের জি ব্রাঞ্চ বিশেষ অভিযান চালায়। আটক করা হয় সাহাদুল মন্ডলকে। তাঁর শরীরে তল্লাশি চালিয়ে নিক্যাপে রাখা ১১টি সোনার বিস্কুট উদ্ধার করে বিএসএফ। যার ওজন প্রায় ১২৫০ গ্রাম।
ধৃত সাহাদুল মন্ডল জানান, ক্যারিয়ারের কাজ করেন তিনি। একবার সঠিক জায়গায় ওই সোনা পৌঁছে দিলে এক হাজার টাকা পেতেন তিনি।
১৯৯ নম্বর বিএসএফ ব্যাটালিয়নের সিও বিজেন্দ্র সিং নেগী জানিয়েছেন, গোপন সূত্রের খবরের ভিত্তিতে বিএসএফ অভিযান চালিয়েছিল। প্রায় ৫০ লক্ষ টাকার সোনার বিস্কুট সহ এক ব্যক্তিকে আটক করা হয়েছে। বাজেয়াপ্ত করা হয় ধৃতের মোবাইল ও তার কাছে থাকা কিছু ভারতীয় টাকা।