Rahul, BJP, CBI, মা কালীর মূর্তি ভাঙ্গচুর, সিবিআই তদন্ত দাবি রাহুলের

আমাদের ভারত, ২৫ অক্টোবর: কাকদ্বীপে মা কালীর মূর্তি ভাঙ্গচুর এবং পরবর্তীতে বিজেপির উপর দায় চাপানোর বিষয়টি নিয়ে সিবিআই তদন্ত দাবি করলেন বিজেপি-র প্রাক্তন রাজ্য সভাপতি এবং প্রাক্তন কেন্দ্রীয় সম্পাদক রাহুল সিনহা।

সাংবাদিক সম্মেলন শনিবার তিনি বলেন, “ঘটনার নিরপেক্ষ তদন্ত হওয়া দরকার। আর তার জন্য সিবিআই তদন্ত হওয়া দরকার।” রাহুলবাবু তৃণমূলের কুণাল ঘোষকেও তীব্র সমালোচনা করে বলেন, কুণাল ঘোষ হঠকারী আচরণ করেছেন। তিনি না জেনেই নারায়ণকে বিজেপি বলে দাগিয়ে দিয়েছেন। অথচ নারায়ণের বাবা ভূপতি হালদার স্পষ্ট জানিয়েছেন, পিতার আমল থেকেই তাঁরা তৃণমূল। তাঁর বাবা পঞ্চায়েত নির্বাচনেও লড়াই করেছিল। কুণাল ঘোষ কাদা ছুঁড়ছেন এবং বিভ্রান্তি ছড়াচ্ছেন।

রাহুলবাবু বলেন, কুণাল ঘোষের প্রকাশ্যে ক্ষমা চাওয়া উচিত বিভ্রান্তি ছড়ানোর জন্য। তিনি বলেন, তৃণমূলের স্বভাব হয়ে দাঁড়িয়েছে এই ধরণের ঘটনা ঘটানোর। নারায়ণের পরিবার ধর্মপ্রাণ হিন্দু পরিবার। তারা এই কাজ করতে পারে না।

তিনি প্রশ্ন তোলেন যারা আসল এই ঘটনা ঘটালো, তাদের কেন গ্রেফতার করা হচ্ছে না। পুলিশ প্রশাসনের এই তদন্তের উপর ভরসা নেই বলে তিনি জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *