হাবড়া থেকে দুর্গাদেবী পাড়ি দিলেন থাইল্যান্ডে

সুশান্ত ঘোষ, আমাদের ভারত, উত্তর ২৪ পরগণা, ১০ সেপ্টেম্বর: কুমোরটুলি থেকে প্রায়ই বিদেশে প্রতিমা পাড়ি দেওয়ার খবর চোখে পড়ে। এ বার উত্তর ২৪ পরগনার হাবড়ার প্রতিমা শিল্পী বিদেশে পাঠালেন মা দুর্গাদেবীকে। ঢাকে কাঠি পড়তে এখনও বেশ খানিকটা সময় বাকি। তবে সুদূর থাইল্যান্ড বলে কথা। তাই বৃহস্পতিবার হাবড়া পৃথিবা পঞ্চায়েতের জিওলডাঙ্গা এলাকার পরিমল পাল শিল্পী ঘর থেকে থাইল্যান্ডে রওনা দিল দুর্গা প্রতিমা।
পাঁচ ফুট উচ্চতার এই প্রতিমার বসন থেকে অলঙ্কার সবই দেখার মতো। এবছরে থাইল্যান্ড থেকে পরিমল পালে কাছে এই প্রতিমা তৈরির বরাত দেন।

পরিমলবাবুর কথায়, প্রত্যেক বছর থাইল্যান্ডে গিয়ে প্রতিমা বানান তিনি। কিন্তু করোনার জেরে এবছর আর বিদেশ যাওয়া হয়নি। তাই বাড়িতে বসেই পাঁচ ফুট উচ্চতার মা দুর্গা তৈরি করেছেন। সময় লেগেছে মাত্র ১৫ দিন। কিছুটা হলেও শিল্পীর মন খারাপ এ বছর থাইল্যান্ডের যেতে না পারার জন্য। শেষ মুহূর্তের কাজ চলছে জোরকদমে। শিল্পীর সঙ্গে সহযোগিতা করেছেন তার ছেলে। ৫০ হাজার টাকার দামের থাইল্যান্ডের বিক্রি হচ্ছে এই মূর্তিটি। এই রাজ্যে এই মূর্তি তৈরি করলে এত টাকা আয় হত না জানালেন শিল্পী নিজে। মূর্তিটি সম্পূর্ণ তৈরি হয়েছে মাটি বিচুলি ও শাড়ি দিয়ে। করোনার জেরে এ বার পুজোয় তাই বেশি অর্ডার নিতে পারছি না। তবে এখন অল্প কাজ করে পরে বড় কারখানা গড়ার চিন্তা রয়েছে।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *