লক্ষ্য ২৩ -এর বিধানসভা! সোমবার ত্রিপুরা যাচ্ছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়

রাজেন রায়, কলকাতা, ১ আগস্ট: সোমবার ত্রিপুরা যাচ্ছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। এর আগেই ত্রিপুরা গিয়েছিলেন একাধিক তৃণমূল প্রতিনিধি। যে প্রতিনিধি দলে ছিলেন ডেরেক ও’ব্রায়েন, ব্রাত্য বসু, মলয় ঘটক। পরে উপস্থিত হন কাকলি ঘোষ দস্তিদার। পরে আরও তিন সদস্যের তৃণমূল প্রতিনিধি দল ত্রিপুরায় যান। দেবাংশু ভট্টাচার্য সহ আরো একাধিক তৃণমূল নেতৃত্ব ত্রিপুরা গিয়েছেন।

প্রসঙ্গত, আইপ্যাকের ২৩ জনকে আটক করা নিয়ে ক্ষুব্ধ হয়েছিলেন তৃণমূল নেতৃত্ব। আগামী ২৩-র নির্বাচনকে সামনে রেখেই ত্রিপুরায় তৃণমূলের ভিত মজবুত করতে তৃণমূল নেতৃত্বের ত্রিপুরা গমন এমনটাই মনে করছে রাজনৈতিক মহল। সোমবার অভিষেক বন্দ্যোপাধ্যায় যাওয়ার পরে ত্রিপুরায় তৃণমূল আরো সক্রিয় হবে এমনটাই মনে করা হচ্ছে।

যদিও ত্রিপুরার বিজেপি নেতৃত্ব এই বিষয়ে মানতে নারাজ। তাদের বক্তব্য, ২ থেকে ৬ পার্সেন্ট ভোট বাড়ানোর লক্ষ্যে তৃণমূলের ত্রিপুরায় আগমন। ত্রিপুরার বিজেপির রাজ্য সহ-সভাপতি রাজীব ভট্টাচার্যের মত, মমতা অথবা অভিষেক বন্দ্যোপাধ্যায় যেই ত্রিপুরায় আসুক না কেন, কোনও কাজ হবে না। ত্রিপুরার মানুষ বিজেপির সুশাসনের প্রতি আস্থা রাখবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *