আমাদের ভারত, ৮ সেপ্টেম্বর: “এই শিল্প বিরোধী রাজ্য সরকার রাজ্যে যতোটুকু কল-কারখানা অবশিষ্ট আছে তার শ্রাদ্ধ সৎকার না করা অব্দি নিশ্চিন্ত থাকতে পারবে না।” সোমবার সংশ্লিষ্ট ভিডিয়ো-সহ এক্সবার্তায় লিখলেন পশ্চিমবঙ্গের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।
তিনি লিখেছেন, “কোলাঘাটের রামকো সিমেন্ট কারখানা আজ সকাল থেকে বন্ধ। এই ঘটনায় তৃণমূল কংগ্রেসের সরকারের গাফিলতি ও জনবিরোধী নীতি আবারও প্রকাশ্যে এসেছে।
যতোই বাণিজ্য সম্মেলন করুন না কেন, কারখানার মূল প্রবেশ পথের সামনে এমন দৃশ্য লগ্নিকারীদের বাংলায় নতুন করে বিনিয়োগ করার উৎসাহ প্রদান করা তো দূর, যদি কোনো ব্যবসা বাণিজ্য কারখানা ইতিমধ্যে রয়ে থাকে, সেটাকে কি করে এখান থেকে পাততাড়ি গুটিয়ে অন্যত্র সরিয়ে নিয়ে যাওয়া যায় সেই পরিকল্পনা করতে অনুপ্রেরণা যোগাবে।
ভারতীয় জনতা পার্টির সরকার প্রতিষ্ঠা না হলে এই চিত্র বদলাবে না। আমরা ভারসাম্য বজায় রেখে শ্রমিকদের ন্যায্য অধিকার ও শিল্পের পুনরুদ্ধারের ব্যবস্থা করবো।”