ভারতকে অখন্ড হিন্দু রাষ্ট্র ঘোষণার লক্ষ্যে গোয়ায় চলছে বৈশ্বিক হিন্দু রাষ্ট্র মহোৎসব, আলোচনা হবে ধর্মান্তরকরণ, লাভ জেহাদ, অভিন্ন দেওয়ানি বিধি নিয়ে

আমাদের ভারত, ১৮ জুন:
দু’মাস আগে পদ্ম শিবিরের নেতা ও বিধায়ক টি রাজা সিং বলেছিলেন, ভারতকে ২০২৬ সালের মধ্যে অখন্ড হিন্দু রাষ্ট্র হিসেবে ঘোষণা করা হবে। সেই একই দাবিতে এবার গোয়া’য় শুরু হয়েছে বিরাট হিন্দু সম্মেলন। ১৬ জুন থেকে ১১তম সর্বভারতীয় হিন্দু রাষ্ট্র সম্মেলন শুরু হয়েছে যার নাম বৈশ্বিক হিন্দু রাষ্ট্র মহোৎসব। চলবে ২২ জুন পর্যন্ত। এই সম্মেলনে যোগ দিচ্ছেন দেশ-বিদেশে ৩৫০ টি হিন্দুত্ববাদী সংগঠনের ১৫০০ সদস্য।

বুধবার হিন্দু জন জাগৃতি সমিতি’র সর্বভারতীয় মুখপাত্র রমেশ সিন্ধে জানিয়েছিলেন, সম্মেলনে একাধিক বিষয়ে আলোচনা হবে, যার মধ্যে লাভ জেহাদ, হালাল সার্টিফিকেশন, সরকারি হস্তক্ষেপ থেকে মন্দিরগুলোকে মুক্ত করা, ধর্মান্তকরণ, বাক স্বাধীনতা, অভিন্ন দেওয়ানি বিধি, মন্দিরে নির্দিষ্ট পোশাক প্রচলন।

বৈশ্বিক হিন্দু রাষ্ট্র মহোৎসবের পক্ষে সিন্ধে বলেন, দ্য কাশ্মীর ফাইলসের মাধ্যমে প্রকাশ্যে এসেছে কী নৃশংসতা হয়েছিল কাশ্মীরি পণ্ডিতদের ওপর। অন্যদিকে দ্য কেরালা স্টোরি জনসমক্ষে এনেছে কেরলের লাভ জেহাদের ষড়যন্ত্র। তাঁর দাবি, একরকম ভাবে একসময় গোয়া’য় পর্তুগিজরা অত্যাচার চালিয়েছে স্থানীয়দের উপর। আর বেশি দিন গোয়ার সেই অন্ধকার ইতিহাস মানুষের আড়ালে রাখা যাবে না। এই সম্মেলনে গোয়া ফাইলস নামে সিনেমা তৈরির জন্য প্রয়োজনীয় আলোচনা হবে।

সিন্ধে আরো বলেন, ২০৪৭ এর মধ্যে ভারতকে মুসলিম রাষ্ট্র করার ছক কষেছে পিএফআই। তাদের এই ষড়যন্ত্র রুখে দেওয়া হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *