Manu Bhaker, Olympics, খেলতে নামার আগে গীতা পড়েছিলেন! প্যারিস অলিম্পিক্সে দেশের জন্য প্রথম পদক আনলেন মনু ভাকের

আমাদের ভারত, ২৮ জুলাই: প্যারিস অলিম্পিক্সে ভারতের প্রথম পদকটি এনে দিলেন মনু ভাকের। প্রথম ভারতীয় মহিলা শুটার হিসেবে জিতলেন অলিম্পিক্সের পদক। মহিলাদের ১০ মিটারের পিস্তলে তিনি ব্রোঞ্জ পদক জিতলেন। অল্পের জন্য হাতছাড়া হলো রুপোর পদক।

আজকের আগে পর্যন্ত শুটিংয়ে ভারত একটি সোনা, দুটি রূপো, একটি ব্রোঞ্জ জিতেছিল। ২০০৪ সালে এথেন্স অলিম্পিক্সে পুরুষের ডাবল ক্র্যাপে রূপো জিতেছিলেন রাজ্যবর্ধন সিং রাঠোর। ২০০৮ সালে অলিম্পিকে পুরুষদের ১০ মিটারে এয়ার রাইফেলে সোনা জেতেন অভিনব বিন্দ্রা। ২০১২ সালের লন্ডন অলিম্পিক্সে পুরুষদের ২৫ মিনিট র‌্যাপিড ফায়ার পিস্তলের গ্রুপে পদক জিতেছিলেন বিজয় কুমার। এরপর ১২ বছর পর অলিম্পিক আসর থেকে শুটিংয়ে কোনো পদক জিতল ভারত।

মনু ভাকের টোকিও অলিম্পিক্সে হতাশ হয়েছিলেন। কিন্তু এবার দেশকে অলিম্পিকের প্রথম পদক তিনিই এনে দিলেন। কোরিয়ান শুটারের সঙ্গে সমতুল্য লড়াই চালিয়ে এবার ব্রোঞ্জ পদক জিতলেন ভাকের। বার দুয়েক দুই নম্বর পজিশনেও চলে এসেছিলেন কিন্তু শেষ পর্যন্ত রুপো জেতা সম্ভব হয়নি।

মনু জানান, অলিম্পিক শুটিংয়ে দেশের দীর্ঘ ক্ষরা মেটাতে পেরে ভালো লাগছে। শেষ পর্যন্ত নিজের সেরা এনার্জি দিয়েছেন। গীতা পড়েছিলেন অলিম্পিক্সে নামার আগে। মাথায় রেখেছিলে নিজের সেরাটা দিতে চেষ্টা করবার। যতটুকু নিজের ক্ষমতায় আছে সবটা উজার করে বাকিটা ভাগ্যের হাতে ছাড়তে হয়। মনু কর্মে ফোকাস রাখেন, কর্মফল নিয়ে ভাবেননি।

মনু জানান, এবার শুটিংয়ে আরো পদক জিতবে ভারত। আরো কিছু ভালো ফল করতে পারলে ভালো লাগবে তার। তাই নিজের পরবর্তী ইভেন্টগুলোতে পদক দখলে রাখাই আপাতত মনুর লক্ষ্য। টোকিও অলিম্পিক্সে বন্দুক খারাপ হয়ে গিয়েছিল, কান্নায় ভেঙে পড়েছিলেন তিনি। সেই হতাশা কাটিয়ে আবার ঘুরে দাঁড়ালেন মনু। মহিলাদের ২৫ মিটার পিস্তলেও নামবেন মনু। তার আগে কাল ১০ মিটারের বাছাই পর্বে তিনি নামবেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *