Gita, Maidan, Sukanta, ৫ লক্ষ কণ্ঠে গীতাপাঠ, আয়োজকদের ব্যস্ততা তুঙ্গে, ব্রিগেডে ময়দান পরিদর্শনে সুকান্ত মজুমদার

আমাদের ভারত, ৬ ডিসেম্বর: ব্রিগেডের মাঠে আবার লক্ষ কণ্ঠে গীতাপাঠের আয়োজন। তবে এবার এর ব্যাপ্তি আরও বৃহত্তর। এবার ৫ লক্ষ কন্ঠে একসঙ্গে শোনা যাবে গীতা, এমনটাই দাবি করেছেন আয়োজকরা। পুরো ব্যবস্থাপনা পরিদর্শন করলেন কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার।

সনাতন সংস্কৃতি সংসদ রবিবার এই অনুষ্ঠানের আয়োজন করেছে। রবিবার সকাল ন’টা থেকে অনুষ্ঠান শুরু হবে। ব্রিগেডের মাঠে তৈরি হয়েছে বিশাল তিনটি মঞ্চ। মূল মঞ্চে থাকবেন সর্বভারতীয় পরিচিত সাধু সন্তরা। পাশের দুটি মঞ্চে স্থান পাবেন রাজ্যের সাধু সন্তরা। সামনে বানানো হয়েছে ছোট সাংস্কৃতিক মঞ্চ। এখান থেকে তিনটি গানের মাধ্যমে সূচনা হবে রবিবারের এই বিরাট অনুষ্ঠানের।

রাজ্য বিজেপির প্রথম সারির সব নেতা-নেত্রীদের এই অনুষ্ঠানে উপস্থিত থাকার কথা রয়েছে। বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য থাকবেন। কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার শনিবার নিজে ব্রিগেডের মাঠে প্রস্তুতি পরিদর্শন করেছেন। আগামী কাল তিনি নিজে এই অনুষ্ঠানে উপস্থিত থাকবেন বলে জানা গেছে। বঙ্গ বিজেপির প্রথম সারির নেতৃত্ব রবিবার ব্রিগেডে আসছেন বলেই খবর। যদিও রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী যোগদান করবেন কিনা সেই সম্পর্কে সঠিক খবর নেই।

অনুষ্ঠানটি নিয়ে শুক্রবার সাংবাদিক বৈঠক করেছিলেন কার্তিক মহারাজ। জানিয়েছিলেন, এই আয়োজনের উদ্দেশ্য ধর্মীয় ও সামাজিক। এর সঙ্গে রাজনীতির কোনো সম্পর্ক নেই। পশ্চিমবঙ্গ বহু যুগ ধরে আধ্যাত্মিকতার কেন্দ্র। মঠ, আশ্রম, সাংস্কৃতিক সংগঠন সবাই মিলে এক মঞ্চে আসবে।

সূত্রের খবর, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও রাজ্যপাল সিভি আনন্দ বোসকেও আমন্ত্রণ জানানো হয়েছে।

রাজ্যপাল এখন দিল্লিতে রয়েছেন। তিনি অনুষ্ঠানে যোগ দিতে পারবেন না বলে রাজভবন সূত্রে খবর। অন্যদিকে মুখ্যমন্ত্রীর অনুষ্ঠানে থাকার কোনো তথ্য মেলেনি। গতবারের অনুষ্ঠানেও মমতা বন্দ্যোপাধ্যায়কে আমন্ত্রণ জানানো হয়েছিল, কিন্তু তিনি যাননি।

এই সমাবেশে সভাপতিত্ব করবেন গীতা মনীষী মহামন্ডলের স্বামী জ্ঞাননন্দন মহারাজ। প্রধান অতিথি পদ্মভূষণ সাধ্বি ঋতাম্বরা। সম্মনীয় অতিথি হিসেবে থাকবেন বাবা রামদেব, বিশেষ অতিথি হিসেবে থাকবেন বাঘেশ্বর ধাম সরকারের ধীরেন্দ্র শাস্ত্রী।

সমাবেশকে কেন্দ্র করে শেষ মুহূর্তের প্রস্তুতি তুঙ্গে।আয়োজকদের দাবি, বিপুল ভিড় সামলাতে ইতিমধ্যেই নিরাপত্তা জোরদার করা হয়েছে। ব্রিগেডে কেন্দ্রস্থলে তৈরি হয়েছে মূল মঞ্চ, যেখান থেকে পাঁচ লক্ষ মানুষের সম্মিলিত কন্ঠে গীতার শ্লোক উচ্চারিত হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *