we want justice জলপাইগুড়িতে রাতের রাজপথের দখল নিল মেয়েরা

আমাদের ভারত, জলপাইগুড়ি, ১৫ আগস্ট: আরজিকর হাসপাতালে তরুণী চিকিৎসককে ধর্ষণ এবং খুনের ঘটনায় বিচার চেয়ে মধ্য রাতে জলপাইগুড়ি রাজপথের দখল নিল মেয়েরা। একটাই দাবি ‘আমরা বিচার চাই’। শহরের রাজপথ রাতে দখল করে আওয়াজ তুললেন রাতও আমাদের। আরজিকরের ঘটনায় অভিযুক্তদের গ্রেফতার করা হোক।

বুধবার রাত এগারোটায় সদর হাসপাতালের সামনে কয়েক হাজার স্কুল-কলেজের ছাত্রী ছাড়াও বিভিন্ন প্রতিষ্ঠান, সরকারি দফতরের সঙ্গে যুক্ত মহিলারা মিছিল শুরু করে। কারও হাতে ব্যানার, কেউ মোমবাতি, আবার কেউবা মশাল হাতে রাস্তায় নামেন। দাবি একটাই ‘ we want justice’। নারী শক্তির পাশাপাশি দেখা গেল শহরের আট থেকে আশি অনেকেই মিছিলে সামিল হয়েছিলেন।

সদর হাসপাতাল থেকে শুরু হয় মিছিল। দিনবাজারের করলা সেতু দিয়ে প্রায় এক কিলোমিটার দূরে মার্চেন্ট রোডে পৌঁছয় মিছিল। সেই মিছিল এতটাই লম্বা ছিল যে তখনও সদর হাসপাতালে সামনে মিছিলের শেষ হয়নি। এরপর ডিবিসি রোড দিয়ে সেই মিছিল পৌঁছয় কদমতলা মোড়ে। সেখানে আরজিকরের ঘটনার তীব্র প্রতিবাদ ও স্লোগান উঠে। এরপর সকলে মোবাইলের টর্চ জ্বালিয়ে প্রতিবাদ জানায়। সকলের মুখে একটাই দাবি আমরা বিচার চাই।

এছাড়া কদমতলার এক বেসরকারি ব্যাঙ্কের সামনে এই ঘটনায় প্রতিবাদ চলে, পথ নাটকের মধ্য দিয়ে। স্বাস্থ্য কর্মী অন্তরূপা দাস বলেন, “আমরা চাই আরজিকরের ঘটনায় মূল অভিযুক্তদের গ্রেফতার করা হোক। আমরা বিচার চাই। রাতটাও আমাদের হোক, আমরা যেন নিরপাদে কাজ করতে পারি। এই দাবিতে রাস্তায়।”

হাসপাতালের ল্যাব টেকনিশিয়ান রত্না দত্ত বলেন, “মেয়েদের সুরক্ষা নেই। একজন চিকিৎসকের নিরাপত্তা নেই, সাধারণ মানুষকে তো মেরে সমাজের ভদ্র মুখের আড়ালে পশুরা। এদের চিহ্নিত করে দ্রুত শাস্তি দিতে হবে, এই দাবিতে আমরা রাতেও রাজপথে নেমেছি।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *