আমাদের ভারত, ব্যারাকপুর, ১৫ আগস্ট: সারা রাজ্যের পাশাপাশি ব্যারাকপুর শিল্পাঞ্চল জুড়ে রাত দখলের যে ডাক দেওয়া হয়েছিল, সেই মত ১৪ তারিখ রাতে ব্যারাকপুর শিল্পাঞ্চল জুড়ে চললো সাধারন মানুষের প্রতিবাদ কর্মসূচি। এদিন রাত হতেই আর জি কর হাসপাতালে মৃত ডাক্তার তরুণীর জন্য বিচার চেয়ে শ্লোগানে গমগম করে ওঠে ব্যারাকপুর স্টেশন চত্বর।
ব্যারাকপুরের পাশাপাশি ইছাপুর স্টোর বাজার এলাকা এবং শ্যামনগর থেকে মৃত ডাক্তার তরুণীর জন্য সুবিচার চেয়ে বিশাল মিছিল বের করা হয়। সেই সঙ্গে এই ঘটনায় জড়িত সমস্ত দোষীদের গ্রেফতার করে দ্রুত শাস্তির ব্যবস্থা করা এবং সকলের নিরাপত্তা সুনিশ্চিত করার দাবি করা হয়। মিছিল হয় খড়দহ, পানিহাটির বিভিন্ন এলাকায়।
মিছিলে কোনও অশান্তির ঘটনা যাতে না ঘটে তার জন্য নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছিল। এদিন এই মিছিলে শুধু মহিলারা নয় পুরুষ, বাচ্চা এমন কি বৃদ্ধা বৃদ্ধদেরও অংশ নিতে দেখা যায়।