পার্থ খাঁড়া, আমাদের ভারত, পশ্চিম মেদিনীপুর, ২৪ জানুয়ারি: আজ শিশু কন্যা দিবস পালিত হলো পশ্চিম মেদিনীপুর জেলার মেদিনীপুর শহরের সিটি কলেজের কনফারেন্স হলে। এইদিন জেলা আইনি পরিষেবা কর্তৃপক্ষের ব্যবস্থাপনায় আয়োজিত এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কর্তৃপক্ষের সচিব তথা সিভিল জজ সিনিয়র ডিভিশন শাহিদ পারভেজ, অধিকার মিত্র কাজী মহম্মদ মুর্তজা সহ কলেজের অধ্যক্ষ ও অধ্যাপকগণ।
প্রায় চার শতাধিক মহিলা ছাত্রীদের উপস্থিতিতে আয়োজিত অনুষ্ঠানটিতে শিশু কন্যা দিবসের গুরুত্ব সহ বাল্য বিবাহ রোধ, শিশু শ্রম, শিশুদের যৌন হয়রানি এবং কর্তৃপক্ষের কাজকর্ম সম্পর্কে আলোকপাত করে বক্তব্য রাখেন সচিব শাহিদ পারভেজ। প্রশ্ন উত্তর পর্বটি পরিচালনা করেন অধিকারমিত্র কাজী মহম্মদ মুর্তজা। স্বাগত ভাষণ দেন কাজী মহম্মদ মুর্তজা।