আমাদের ভারত, উত্তর দিনাজপুর, ৭ জানুয়ারি: প্রেমিকের হোয়াটস অ্যাপে ভয়েস নোট দিয়ে গলায় দড়ি দিয়ে আত্মহত্যা এক মাধ্যমিক পরীক্ষার্থীর। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জ থানার পোয়ালতোর গ্রামে। মৃতা কিশোরীর নাম সোমা দেব নাথ (১৭)। মৃতার পরিবারের পক্ষ থেকে শুভঙ্কর দেবনাথ নামে এক যুবকের বিরুদ্ধে আত্মহত্যায় প্ররোচনা দেওয়ার অভিযোগ তোলা হয়েছে। মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রায়গঞ্জ গভর্মেন্ট মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানোর পাশাপাশি ঘটনার তদন্ত শুরু করেছে রায়গঞ্জ থানার পুলিশ। ঘটনার পর থেকে পরিবারের লোকসহ পলাতক রায়গঞ্জ মিলনপাড়ার বাসিন্দা শুভঙ্কর দেবনাথ।
“আমি অনেক দূরে চলে যাচ্ছি, তুমি ভালো থেকো। আমি জানি আমার ভুল কেউ কোনওদিন ক্ষমা করতে পারবে না ” এমনই এক ভয়েস নোট প্রেমিক মিলনপাড়ার বাসিন্দা শুভঙ্কর দেবনাথের হোয়াটসঅ্যাপে লিখে নিজের ঘরে গিয়ে গলায় দড়ি দিয়ে ফাঁস লাগিয়ে আত্মহত্যা করে রায়গঞ্জ থানার পোয়ালতোর গ্রামের বাসিন্দা এবারের মাধ্যমিক পরীক্ষার্থী সোমা দেব নাথ। মেয়েটি আত্মহত্যা করলেও তার পরিবারের লোকেদের অভিযোগ, এটা পরিকল্পিতভাবে খুন আর নয়তো আত্মহত্যায় প্ররোচনা দিয়েছে ওই যুবক। অভিযুক্ত যুবকের বিরুদ্ধে রায়গঞ্জ থানায় অভিযোগ দায়ের করার পাশাপাশি দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে সরব হয়েছে মৃতা কিশোরীর পরিবার। এই ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে রায়গঞ্জের পোয়ালতোর গ্রামে। ঘটনার পর থেকে পলাতক অভিযুক্ত শুভঙ্কর ও তার পরিবারের লোকজন। ঘটনার তদন্ত শুরু করেছে রায়গঞ্জ থানার পুলিশ।