আমাদের ভারত, দিঘা, ৭ জানুয়ারি: ভূগর্ভস্থ বিদ্যুতের লাইন পাতার কাজের বেরিয়ে থাকা বিদ্যুতের তারে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে হাঁটুর নিচের অংশ পুড়ে ঝলসে গেল এক বালিকার। সমুদ্র শহর দিঘার এই ঘটনায় আহত বালিকাকে দিঘা রাজ্য সাধারণ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
সৈকত শহর দিঘার বিদ্যুতায়নের কাজ নতুনভাবে ঢেলে সাজানো চলছে বেশ কিছুদিন ধরে। ওভারহেড বিদ্যুতের তারের পরিবর্তে মাটির নীচ দিয়ে পাতা তারের মাধ্যমে বিদ্যুৎ পাঠানোর কাজ শুরু হয়েছে। সেই কাজের জন্য ব্যবহৃত ভূগর্ভস্থ বিদ্যুতের তার বেরিয়েছিল মাটির উপর। বাড়ির সামনে রাস্তার ধারে বেরিয়ে থাকা সেই তারে অসাবধানতাবশত পা লেগে যায় দিঘা থানার বিলাআমিড়া গ্রামের এক বালিকার। বিস্ফোরণের মতো শব্দ হয়। হাঁটুর নিচ থেকে ঝলসে যায় পুরো পা। মেয়েটির নাম সুপ্রিয়া ভঞ্জ (৯)। গ্রামবাসীরা তাকে উদ্ধার করে দিঘা রাজ্য সাধারণ হাসপাতালে ভর্তি করে।
গ্রামবাসীদের অভিযোগ, বিদ্যুতের কাজে যুক্ত সংস্থা ও বিদ্যুৎ দপ্তরের কর্মীদের ওই খোলা তারের বিষয়ে বার বার জানানো সত্ত্বেও তারা কোনো পদক্ষেপ নেননি। জানানো হয়েছিল ওই তারে বিদ্যুৎ নেই। আজকের এই ঘটনার পরে স্বাভাবিকভাবেই গ্রামবাসীদের ক্ষোভ গিয়ে পড়েছে বিদ্যুৎ দপ্তরের কর্মীদের উপর।
দুর্ঘটনার খবর পেয়ে ওই লাইনের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয়। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসেন বিদ্যুৎ দফতরের কর্মীরা। তাদের ঘিরে বিক্ষোভ দেখায় এলাকার মানুষ।