নয়া আতঙ্ক!! করোনা মুক্ত হওয়ার ১ মাসের মধ্যেই ফের পজিটিভ ব্যাঙ্গালুরুর যুবতী

আমাদের ভারত, ৬ সেপ্টেম্বর:ক্রমেই ভয়াবহ আকার নিচ্ছে করোনা। প্রতিদিন নিজেই নিজের রেকর্ড ভাঙছে সংক্রমনের গ্রাফ। রবিবার ৯০ হাজারের গণ্ডি ছাড়িয়ে নজির সৃষ্টি করেছে এই গ্রাফ। আক্রান্তের সংখ্যা নিরিখে বিশ্বের দ্বিতীয় স্থানে উঠে এসেছে ভারত। আর তার মধ্যে দেখা দিয়েছে এক নতুন আতঙ্ক। ব্যাঙ্গালুরুতে মাত্র একমাস আগে করোনা মুক্ত হওয়া এক যুবতীর শরীরে ফের মিলল কোভিড-১৯-র ভাইরাই।

বেসরকারি হাসপাতাল সূত্রে জানানো হয়েছে গত জুলাই মাসে ২৭ বছরের এক যুবতী করোনা জয় করেছিলেন। কিন্তু এখন আবার তার করোনা ভাইরাস রিপোর্ট পজিটিভ এসেছে। করোনাকে জয় করার মাত্র এক মাসের মধ্যে আবারও তার শরীরের নানা উপসর্গ দেখা দেয়। তা দেখতে পেয়েই ফের পরীক্ষা করা হয়। আর তার রিপোর্ট আবার পজেটিভ এসেছে।

বানেরঘাট্টা রোডের হাসপাতল সংক্রমিত রোগের চিকিৎসক ডক্টর প্রতিক পাতিল জানিয়েছিলেন জুলাইয়ের প্রথম সপ্তাহে ওই যুবতীর শরীরে করোনা উপসর্গ দেখা দিয়েছিল। গলা ব্যথা কাশি ও জ্বর ছিল তার। তখন কোভিড রিপোর্টা পজিটিভ আসে। এরপর তাকে হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে তিনি সুস্থ হয়ে ওঠেন। রিপোর্ট নেগেটিভ আসার পর তাকে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়। কিন্তু একমাস পর আগস্টের শেষ সপ্তাহে ফের তার অল্পবিস্তর করোনার উপসর্গ দেখা দেয় শরীরে। করোনা পরীক্ষা করা হলে রিপোর্ট পজেটিভ আসে তার। তবে দুবারই তার শরীরে অন্য কোনো বড় সমস্যা নেই।

ডাক্তার জানিয়েছেন সাধারণত কোভিডে আক্রান্ত হলে তার ৩ সপ্তাহের মধ্যে কোভিদ ইমিউনোগ্লোবিউলিন অ্যান্টিবডি শরীরে পজিটিভ হয়। কিন্তু এই যুবতীর ক্ষেত্রে সংক্রমিত হওয়ার পরও তার অ্যান্টিবডি নেগেটিভ ছিল অর্থাৎ তার রোগ প্রতিরোধ ক্ষমতা গড়ে ওঠেনি। অথবা তার আই জি জি অ্যান্টিবডি প্রায় এক মাসের মধ্যে শরীর থেকে উধাও হয়ে যায়।সেই কারণেই সে ফের করোনায় আক্রান্ত হয়ে থাকতে পারেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *