কুমারেশ রায়, আমাদের ভারত, মেদিনীপুর, ২৪ অক্টোবর :
তিন ইঞ্চির দুর্গা প্রতিমা বানিয়ে তাক লাগালো নবম শ্রেণির ছাত্র সৌজন্য দত্ত। সে খড়, মাটি এবং কাঠের টুকরো সহ বিভিন্ন উপকরণ দিয়ে বানিয়েছে দুর্গা মায়ের মূর্তিটি। পাশাপাশি ফুট দেড়েকের একটি দুর্গা মায়ের মূর্তিও বানিয়েছে সৌজন্য।
তিন ইঞ্চির মূর্তিটি বানাতে সময় লেগেছে চারদিন। আর ফুট দেড়েকের মূর্তিটি বানাতে সময় লেগেছে মাস খানেক। সৌজন্য ছোটবেলা থেকেই ছবি আঁকা এবং হাতের কাজ করে। ছবি আঁকা শিখলেও, মূর্তি বানানো সে কারো কাছে শেখেনি। নিজেই সে এই শিল্প সৃষ্টি করেছে।
সৌজন্যর ভাই সৌহার্দ্য তিন ইঞ্চির দুর্গা মাকে নিজেই বাড়িতে পুজো করছে। সৌজন্যে জানায়, ভবিষ্যতে কলা বিভাগে নিয়ে পড়ার ইচ্ছে আছে। পড়াশোনার চাপ এর পাশাপাশি নিয়মিত ছবি আঁকা এবং তার শিল্প সৃষ্টি নিয়ে ব্যস্ত থাকে। সৌজন্যের বাবা সৌমেন দত্ত ব্যবসায়ী। ঘাটালের কুঠিবাজারে তাঁর দোকান। সৌজন্যের মা সুস্বিতা দেবী প্রতিনিয়ত ছেলেকে উৎসাহ দেন। পাশাপাশি বাবাও তাকে উৎসাহ দেয় বলে সৌজন্য জানায়।