পার্থ খাঁড়া, আমাদের ভারত, পশ্চিম মেদিনীপুর, ১৩ মার্চ: নির্বাচনী নির্ঘণ্ট প্রকাশ না হলেও ইতিমধ্যেই প্রথম দফার বিজেপির প্রার্থী তালিকা প্রকাশ হয়েছে। তাতেই ঘাটাল থেকে দাঁড়িয়েছেন হিরন্ময় চট্টোপাধ্যায়। বুধবার ঘাটাল লোকসভার পিংলা, সবং ও ডিব্রা এলাকায় বাড়ি বাড়ি গিয়ে প্রচার সারলেন তিনি।
প্রথমে চন্ডী মন্দিরে পুজো দিয়ে গ্রাম চলো অভিযান শুরু করল ঘাটাল কেন্দ্রের বিজেপি প্রার্থী হিরন্ময় চট্টোপাধ্যায়। গ্রামে মানুষের বাড়িতে বাড়িতে গিয়ে তাদের হাতে মোদী সরকারের বিভিন্ন প্রকল্পের উন্নয়নের কাগজ তুলে দিলেন। গ্রাম চলো অভিযানে বাড়িতে বাড়িতে গিয়ে কারো পায়ে হাত দিয়ে প্রণাম করলেন তো কারো সঙ্গে সেলফি তুলতে দেখা গেল ঘাটাল লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী হিরন্ময় চট্টোপাধ্যায়কে। সাধারণ মানুষের সঙ্গে একবারে বাড়ির ছেলের মত মিশে গেলেন ভোট প্রচারে গিয়ে বিজেপি প্রার্থী হিরন্ময়।