আমাদের ভারত, পশ্চিম মেদিনীপুর, ১৭ আগস্ট:
চারটি স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে মঙ্গলবার ত্রাণ বিলি হল ঘাটাল মহকুমার সুলতানপুর এলাকায়। ছত্রছায়া গ্রুপ, উড়ান পিপলস্ ফাউন্ডেশন, মানবিক সংস্থান ও ওয়েষ্ট মিডনাপুর সাইক্লার্স ক্লাব এই চারটি সংস্থার উদ্যোগে বন্যা কবলিত সুলতানপুর এলাকার ২৪০টি পরিবারের হাতে ত্রাণ তুলে দেওয়া হয়। ত্রাণ বণ্টনে বিশেষ সহযোগিতা করেন ঘাটালের মহকুমা শাসক সুমন বিশ্বাস সহ ঘটাল মহাকুমা প্রশাসন। সহযোগিতার হাত বাড়ান বিশিষ্ট শিক্ষক মণিকাঞ্চান রায়। ত্রাণ বিলির পাশাপাশি এদিন সংগঠনগুলির কার্য কর্তারা মহকুমা শাসক সুমন বিশ্বাসের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন।
ত্রাণ বিতরণ কর্মসূচিতে উপস্থিত ছিলেন সমাজসেবী মণিকাঞ্চান রায়, অর্পণ লোধা, নতুন ঘোষ, সম্রাট ঘোষ, অনুপম রায়, ঋক চৌধুরী সহ অন্যান্যরা।


