কুমারেশ রায়, আমাদের ভারত, মেদিনীপুর, ১২ সেপ্টেম্বর:
ঘাটাল শহরে প্রসন্নময়ী স্কুলের সামনে আন্ডারপাসের কাজ চলছে জরুরি ভিত্তিতে। শহরের অন্যতম ব্যস্ত রাস্তাটিতে স্কুল কলেজের ছাত্র ছাত্রীসহ অফিস যাত্রী যাতায়াত করেন। প্রচুর যানবাহন ওই রাস্তা দিয়ে চলাচল করে। যানজট লেগেই থাকে। তাই রাজ্য সরকার প্রসন্নময়ী স্কুলের সামনে আন্ডার পাস করার সিদ্ধান্ত নিয়েছে। প্রথম থেকেই জরুরী ভিত্তিতে কাজ চললেও, মার্চ মাস থেকে টানা লকডাউন এর জন্য কাজ কিছুটা ব্যাহত হয়েছিল।
কিন্তু তারপর আবার জরুরি ভিত্তিতে কাজ শুরু হয়েছে।এমনকি গতকাল লকডাউনের দিনেও যথারীতি কাজ চলেছে। ইতিমধ্যে আন্ডারপাসের ওপর একটি অংশ চলাচলের জন্য খুলে দেওয়া হয়েছে। এই আন্ডার পাস টি নভেম্বরে চালু হওয়ার কথা আছে। চালু হয়ে গেলে ঝুঁকিহীন ভাবে ছাত্র-ছাত্রী, মানুষজন ওই রাস্তা দিয়ে চলাচল করতে পারবেন।যানবাহনের গতি বাড়বে, যানজট কমবে।