কুমারেশ রায়, আমাদের ভারত, মেদিনীপুর, ১১ মেঃ দীর্ঘ প্রতীক্ষার পর আজ থেকে শুরু হল ঘাটাল মহকুমা হাসপাতালে কোভিড ১৯ টেষ্টের জন্য লালারস সংগ্রহের প্রক্রিয়া। যা আগে মেদিনীপুর থেকেই করা হতো। কোনো সন্দেহজনক ব্যক্তিকে এই পরীক্ষা করানোর জন্য যেতে হতো মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতালে। এখন থেকে এই পরীক্ষার সুবিধা ঘাটাল মহকুমা হাসপাতালেই পাওয়া যাবে।
তবে, সরাসরি নয়। এখান থেকে লালারস সংগ্রহ করে তা পরীক্ষার জন্য পাঠানো হবে মেদিনীপুরে এবং তার রিপোর্ট জানা যাবে ঘাটাল মহকুমা হাসপাতাল থেকেই। প্রাথমিক পর্যায়ে হাসপাতালে কর্মরত ডাক্তার, নার্স এবং সমস্ত স্বাস্থ কর্মীদের নমুনা সংগ্রহের প্রক্রিয়া চলছে। সোমবার ৪৫ জনের নমুনা সংগ্রহ করে মেদিনীপুরে পাঠানো হয়েছে। পরবর্তীতে সমস্ত সন্দেহজনক সাধারণ মানুষও এই সুবিধা পেয়ে থাকবেন বলে জানা গেছে হাসপাতাল সূত্রে।