কুমারেশ রায়, অামাদের ভারত, মেদিনীপুর, ১৪ জানুয়ারি : জেলার অন্যতম জনপ্রিয় মেলা ঘাটাল উৎসব ও শিশু মেলা। ১৬ জানুয়ারি থেকে শুরু হবে। চলবে ২৫ তারিখ পর্যন্ত। এই বছর করোনা মহামারির জেরে মেলায় আঁটোসাঁটো নিয়ম জারি থাকবে। মেলা যাতে এ বছর বন্ধ থাকে তার জন্য কয়েকজন হাইকোর্টে জনস্বার্থ মামলা করেছিলেন। পরবর্তীকালে কোর্টের নির্দেশে প্রশাসন বেশ কিছু নিয়ম মেনে চলার জন্য মেলা কমিটিকে নির্দেশ দিয়েছে।
বৃহস্পতিবার ঘাটালের মহকুমাশাসক সৌভিক চট্টোপাধ্যায় মেলা প্রাঙ্গণ পরিদর্শন করেন। তিনি কি কি নিয়ম এবং কোভিড বিধি মেনে চলতে হবে তা বিস্তারিত ভাবে বলেন। যে জায়গাগুলিতে প্রতিযোগিতা হবে তাও তিনি পরিদর্শন করেন। গেটের ব্যবস্থা সহ বিভিন্ন দিক তিনি খতিয়ে দেখেন এবং জেলাশাসকের ১০ দফা নির্দেশ জানিয়ে দেন এবং সমস্ত নির্দেশ মানতে হবে বলে জানিয়ে দিয়েছেন মহকুমাশাসক।