কুমারেশ রায়, আমাদের ভারত, মেদিনীপুর, ৩ সেপ্টেম্বর: মনোহরপুর বাজারের কাছে ভেঙ্গে পড়া পোল সারানোর দাবিতে আজ ‘ঘাটাল রানিচক পরিবহন যাত্রী কমিটি’ মহাকুমা শাসকের কাছে ডেপুটেশন দিল।
ঘাটাল রানিচক রাস্তার ওপরে মনোহরপুর বাজারের কাছে খাঞ্জাপুর মৌজায় অবস্থিত পোলটি সম্পূর্ণভাবে ভেঙ্গে গেছে। এর ফলে এলাকার আট-দশটি গ্রাম পঞ্চায়েতের মানুষজনের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। শুধু তাই নয় হাওড়া এবং হুগলীর একাংশের মানুষ ওই পোল যাতায়াতের জন্য ব্যবহার করতেন। তারাও সমস্যায় পড়েছেন। যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন হয়ে গেছে।
স্থানীয় মানুষের অভিযোগ, ওই পোলটি দীর্ঘদিন জরাজীর্ণ অবস্থায় ছিল, প্রশাসনকে বারবার বলা সত্ত্বেও পোল মেরামতের কোনও ব্যবস্থা নেওয়া হয়নি।
অবিলম্বে পোলটি মেরামতের জন্য বৃহস্পতিবার ‘ঘাটাল রানিচক পরিবহন যাত্রী কমিটি ‘ঘাটালের মহকুমা শাসকের কাছে দাবি পত্র পেশ করল। তারা মহকুমা শাসকের কাছে আর্জি জানায় যাতে পোলটি দ্রুত মেরামত করা হয়। শুধু তাই নয় ওই এলাকায় কুরানির পোল জরাজীর্ণ অবস্থায় আছে। এই পোলটিও মেরামতের দাবি জানায় তারা।

