কুমারেশ রায়, আমাদের ভারত, মেদিনীপুর, ৫ এপ্রিল: লকডাউনে আটকে পড়েছে পরিযায়ী শ্রমিকরা। সেই শ্রমিকদের অন্ন জোগাতে পাশে এসে দাঁড়াল ঘাটাল রামকৃষ্ণ সেবাশ্রম। শনিবার ঘাটাল রামকৃষ্ণ সেবাশ্রমের উদ্যোগে পরিযায়ী শ্রমিকদের ত্রাণ দেওয়া হয়।
২৬ জন শ্রমিক পরিবার বাইরে থেকে দাসপুরে কাজ করতে এসেছিলেন। করোনার জেরে তাদের কাজ এখন বন্ধ। রামকৃষ্ণ সেবাশ্রমের পক্ষ থেকে দাসপুর থানার সহযোগিতায় ওই পরিবারগুলোকে চাল, আলু, ডাল, সরষের তেল, মুড়ি, চানাচুর, সাবান দেওয়া হয়েছে। এই ত্রাণ বন্টনে উপস্থিত ছিলেন রামকৃষ্ণ সেবাশ্রমের সম্পাদক তুষার দত্ত, সহ-সম্পাদক তপন গুঁই সহ অন্যান্যরা। তাঁরা এই ধরনের সামাজিক কাজ সবসময় করে থাকে বলে জানান কর্মকর্তারা। মানুষের সেবায় পাশে দাঁড়ানোই একমাত্র কর্তব্য বলে জানান তুষারর দত্ত ও তপন গুঁই।