কুমারেশ রায়, আমাদের ভারত, মেদিনীপুর, ২০ নভেম্বর:
পশ্চিম মেদিনীপুর জেলা পুলিশ ধারাবাহিকভাবে সমাজের সমস্ত স্তরের মানুষের জন্য কাজ করে চলেছে। বাল্যবিবাহ প্রতিরোধ, শিশু সুরক্ষা বিধির যথাযথ প্রয়োগ, জুভেনাইল জাস্টিস অ্যাক্ট এবং পস্কো অ্যাক্ট এর সঠিক ব্যবহার ইত্যাদি বিষয়ে অনন্য নজির তৈরি করেছে জেলা পুলিশ। লকডাউন পরিস্থিতিতেও এ জাতীয় কাজ সঠিকভাবে সম্পাদিত হয়েছে এবং জেলা পুলিশ স্বীকৃতিও পেয়েছে স্কচ গোল্ড অ্যাওয়ার্ড এর মাধ্যমে। এবার ঘাটাল থানার চাইল্ড প্রটেকশন অফিসার ইন চার্জ সুভেন চ্যাটার্জি পশ্চিমবঙ্গ শিশু অধিকার সুরক্ষা পুরস্কৃত হয়েছেন বেস্ট চাইল্ড ফ্রেন্ডলি পুলিশ পার্সোনাল হিসাবে। রবীন্দ্র সদনে আজ এক অনুষ্ঠানের মাধ্যমে মহিলা কমিশনের চেয়ারপার্সন অনন্যা চক্রবর্তী শ্রেষ্ঠ শিশু বান্ধব পুলিশ হিসাবে সুভেন চ্যাটার্জির হাতে পুরস্কার ও স্মারক তুলে দেন। সুভেন চ্যাটার্জি বলেন, এই পুরস্কার আমার দায়িত্ব আরও বাড়িয়ে দিল। সবার সহযোগিতা এবং টিম গেম ছাড়া এই কাজ সাফল্য পেত না। আজকের এই পুরস্কার জেলা পুলিশকে আগামী দিনে বিভিন্ন কাজ কর্মে আরও প্রেরণা যোগাবে।