কুমারেশ রায়, আমাদের ভারত, মেদিনীপুর, ২৮ এপ্রিল : লকডাউন চলাকালীন গরিব অসহায় মানুষের পাশে দাঁড়াতে এগিয়ে এসেছেন পশ্চিম মেদিনীপুর জেলা পুলিশ। এই লকডাউনে পুলিশের বিভিন্ন মানবিক মুখ উঠে এসেছে। তেমনই সোমবার পশ্চিম মেদিনীপুর জেলা পুলিশের নির্দেশে ঘাটাল থানার উদ্যোগে ঘাটাল শহরের ১৭ নং ওয়ার্ডের দুস্থ, অসহায় মানুষদের হাতে তুলে দেওয়া হল খাদ্য সামগ্রী। অসহায় মানুষদের হাতে খাদ্য সামগ্রী তুলে দিলেন এসডিপিও অগ্নিশ্বর চৌধুরী, ঘাটাল থানার ভারপ্রাপ্ত আধিকারিক দেবাংশু ভৌমিক ও অফিসার কৌশিক সেন সহ সিভিক ভলান্টিয়ররা।

