পার্থ খাঁড়া, আমাদের ভারত, পশ্চিম মেদিনীপুর, ১২ মে: আজ ঘাটাল সাংগঠনিক জেলা মহিলা তৃণমূল কংগ্রেসের উদ্যোগে এবং ঘাটাল সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেসের সহযোগিতায় ডেবরা হরিমতি স্কুল ময়দানে তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে তৃণমূলের নব জোয়ার কর্মসূচির সমর্থনে ও কেন্দ্রীয় সরকারের কাছে ১০০ দিনের বকেয়া টাকার দাবিতে মহিলা সমাবেশ অনুষ্ঠিত হয়।
এই সমাবেশে উপস্থিত ছিলেন মন্ত্রী ডঃ মানষ রঞ্জন ভুঁইঞা, প্রাক্তন মন্ত্রী তথা ডেবরার বিধায়ক ডঃ হুমায়ুন কবীর, পশ্চিম মেদিনীপুর জেলার তৃণমূল কংগ্রেসের কো-অর্ডিনেটর অজিত মাইতি, ঘাটাল সাংগঠনিক জেলা সভাপতি আশীষ হুদাইত, জেলা পরিষদের খাদ্য কর্মাধ্যক্ষ কণিকা মান্ডি, ঘাটাল সাংগঠনিক জেলার চারটি ব্লকের ব্লক সভাপতি, মহিলা তৃণমূল কংগ্রেসের জেলা ও ব্লকের নেত্রী সহ এই সাংগঠনিক জেলার বিভিন্ন স্তরের নেতা নেত্রীরা। আজকের সমাবেশে প্রায় হাজার পাঁচেক মহিলা সমর্থক উপস্থিত ছিল।