কুমারেশ রায়, আমাদের ভারত, মেদিনীপুর, ২ এপ্রিল: দেশজুড়ে চলছে লকডাউন। লকডাউনে সমস্যায় পড়েছে ঘাটাল পুরসভার বিবেকানন্দ মোড়ের যৌনপল্লীর বাসিন্দারা। এই পরিস্থিতিতে তাঁদের সাহায্য করতে এগিয়ে এল ঘাটাল পুরসভা কর্তৃপক্ষ।
ঘাটাল প্রশাসনের উদ্যোগে ঘাটালপুরসভা ২নম্বর ওয়ার্ডে যৌনপল্লীর মহিলাদের চাল আলু ডাল তুলে দেন কাউন্সিলার উদয়শংকর সিংহরায়। তিনি বলেন, লকডাউনের এই সংকটে এই পল্লীর বাসিন্দাদের রুটি রুজিতে টান পড়েছে তাই ঘাটাল পুরসভা থেকে ৩০ জন মায়েদের চাল, ডাল, অালু তুলে দিচ্ছি। তাদের যাতে কোনও অসুবিধা না হয় তার দিকে নজর রাখছি। সরকারী নির্দেশও পালন করতে বলছি সবাইকে। সামাজিক দূরত্ব মেনে মানুষের পাশে দাড়াচ্ছি।