কুমারেশ রায়, আমাদের ভারত, মেদিনীপুর, ২৫ আগস্ট:
মহাকুমা জুড়ে ক্রমেই বাড়ছে করোনা সংক্রমণ। তার সাথে রয়েছে বন্যার ভ্রুকুটি। পরিস্থিতি এমনই যে, জল ঢুকে পড়ায় বন্ধ করে দিতে হয় পুরসভার হাসপাতাল।
শহরজুড়ে কচুরিপানার দাপটে নাজেহাল ঘাটালের প্লাবিত এলাকার বাসিন্দারা। টানা বৃষ্টিতে শিলাবতী এবং কংসাবতী নদীতে জল বাড়ার ফলে নতুন করে প্লাবিত হয়েছে ঘাটাল, দাসপুর এলাকার বেশ কিছু গ্রাম। পুরসভা সূত্রে খবর, স্বাস্থ্য পরিষেবা প্রত্যন্ত এলাকায় পৌঁছে দিতে পৌর হাসপাতাল তৈরি হয়েছে। পৌর হাসপাতালে বন্যার জল জমে যাওয়ায় এই হাসপাতালে পরিষেবা বন্ধ হয়ে গিয়েছে। মানুষের যাতায়াতের অসুবিধা হওয়ায় পৌরসভায় স্থানান্তরিত করা হয়েছে পৌর হাসপাতালটিকে।
বন্যায় করোনা আক্রান্ত রোগীকে আনার জন্য বিশেষ ব্যবস্থা রাখা হচ্ছে।
অবশ্য স্থানীয় মানুষের অভিযোগ, এই পৌর হাসপাতাল তৈরি করা হলেও পরিকল্পনা করা হয়নি যাতে বন্যার সময় কীভাবে মানুষ পৌর হাসপাতালে পৌঁছতে পারবে। পৌর স্বাস্থ্য কেন্দ্রের চারদিকে জল প্লাবিত হওয়ায় ওই এলাকায় ভেতরের ওয়ার্ডের মানুষজন এর দুর্ভোগের চিন্তা বাড়ছে। পর্যাপ্ত নৌকোর ব্যবস্থা না করলে ওই এলাকার জল প্লাবিত ওয়ার্ডগুলির মানুষজন কিভাবে পৌর স্বাস্থ্য কেন্দ্রের পরিষেবা পাবে তা নিয়ে প্রশ্ন উঠেছে।