কুমারেশ রায়, আমাদের ভারত, মেদিনীপুর, ৩ এপ্রিল: করোনা মোকাবিলায় মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে দান করলেন মেদিনীপুর জেলা বাস ওনার্স অ্যাসোসিয়েশনের ঘাটাল শাখা। সংগঠনে সদস্য প্রভাতপান বলেন, করোনা মোকাবিলার জন্য আমরা মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে ৫১ হাজার টাকা দান করলাম। অামরা চাই সমস্ত মানুষ লকডাউন মেনে চলুক এবং করোনাকে যাতে অাটকাতে পারি সেই অঙ্গীকার করতে হবে।
ব্যাঙ্কে চেক জমাদিতে যান, সুশান্ত ঘোষ, অরুপ ঘোষ, চঞ্চল পাল, মুকুন্দ জানা এবং মোহন বাগ।