পার্থ খাঁড়া, আমাদের ভারত, পশ্চিম মেদিনীপুর, ৩০ জানুয়ারি: পশ্চিম মেদিনীপুর জেলা পুলিশের উদ্যোগে জেলার ক্রীড়াঙ্গনে এক নতুন অধ্যায়ের সূচনা হলো ‘জার্মান কাপ’ ফুটবল প্রতিযোগিতার মাধ্যমে। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় জানুয়ারি মাস থেকেই এই প্রতিযোগিতার পরিকল্পনা গ্রহণ করে জেলা পুলিশ। জেলার স্কুল পড়ুয়াদের খেলাধূলার প্রতি উৎসাহিত করা এবং পুলিশের সঙ্গে সাধারণ মানুষের মধ্যে ইতিবাচক সম্পর্ক গড়ে তোলাই ছিল এই উদ্যোগের মূল লক্ষ্য।
প্রথমবারের মতো আয়োজিত এই ফুটবল প্রতিযোগিতায় জেলার বিভিন্ন প্রান্ত থেকে ১৫০টি স্কুল অংশগ্রহণ করে। প্রাথমিক পর্যায়ে বিভিন্ন মহকুমায় প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। সেই পর্যায় অতিক্রম করে মোট ১৬টি দল জেলা স্তরের জন্য নির্বাচিত হয়।
চূড়ান্ত পর্যায়ের ফাইনাল ম্যাচটি অনুষ্ঠিত হয় শালবনি স্টেডিয়ামে। ফাইনালে মুখোমুখি হয় গোয়ালতোড় ও শালবোনি থানার প্রতিনিধিত্বকারী দুটি স্কুল দল। উত্তেজনাপূর্ণ এই লড়াইয়ে শেষ পর্যন্ত শালবনি থানার অন্তর্গত স্কুলটি বিজয়ী হয় এবং ‘জার্মান কাপ’-এ চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।

এই উপলক্ষে উপস্থিত ছিলেন পশ্চিম মেদিনীপুর জেলার পুলিশ সুপার পলাশচন্দ্র ঢালী। তিনি জানান, “রাজ্যের মুখ্যমন্ত্রীর ভাবনাকে সামনে রেখেই আমরা এই উদ্যোগ নিয়েছি। জেলার প্রত্যন্ত এলাকার স্কুলগুলিকে এই প্রতিযোগিতার আওতায় আনার লক্ষ্য ছিল। খেলাধূলার মাধ্যমে শিশু-কিশোরদের শারীরিক ও মানসিক বিকাশের পাশাপাশি পুলিশের সঙ্গে মানুষের সম্পর্ক আরও দৃঢ় করাই আমাদের উদ্দেশ্য।”
তিনি আরও বলেন, “এই প্রতিযোগিতা থেকে প্রতিভাবান খেলোয়াড়দের চিহ্নিত করে ভবিষ্যতে তাদের উন্নত প্রশিক্ষণের জন্য জার্মানিতে পাঠানোর বিষয়টিও বিবেচনাধীন রয়েছে।”
জেলার বিভিন্ন মহল এই উদ্যোগকে স্বাগত জানিয়েছে। শিক্ষাবিদ ও ক্রীড়াপ্রেমীদের মতে, এই ধরনের প্রতিযোগিতা গ্রামাঞ্চলের প্রতিভাবান খেলোয়াড়দের সামনে তুলে ধরার একটি বড় সুযোগ তৈরি করেছে।
‘জার্মান কাপ’ শুধু একটি ফুটবল প্রতিযোগিতাই নয়, বরং এটি হয়ে উঠেছে জেলা পুলিশের সঙ্গে সাধারণ মানুষের এক নতুন বন্ধনের প্রতীক।

