পুরুলিয়ার বাছাই ১২ জন তরুণকে কলকাতা লীগে খেলানোর সুযোগ করে দিচ্ছে জর্জ টেলিগ্রাফ স্পোর্টস ক্লাব

সাথী দাস, পুরুলিয়া, ১৭ জুলাই: জর্জ টেলিগ্রাফ স্পোর্টস ক্লাবের হাত ধরে কলকাতা লীগে খেলার সুযোগ পাচ্ছে পুরুলিয়ার প্রতিভাবান তরুণরা। পুরুলিয়া জেলার ১০ জন এবং ঝাড়খণ্ডের জামশেদপুর ও পাঞ্চেত এলাকা থেকে এক জন করে মোট ১২ জন স্থানীয় খেলোয়াড় এই সুযোগ পাচ্ছে।

বৃহস্পতিবার চূড়ান্ত বাছাই পর্ব হয়। তিন দিন ধরে কলকাতা থেকে জনপ্রিয় ওই ক্লাবের অন্যতম কর্তা অধিরাজ দত্ত, প্রশিক্ষক রঞ্জন ভট্টাচার্যকে সঙ্গে নিয়ে পুরুলিয়ায় থেকে এই বাছাইয়ের কাজ করেন। মানবাজারের বিবেকানন্দ ফুটবল অ্যাকাডেমি ওই বাছাই শিবিরের আয়োজন করে। মানবাজারের পিয়ালসোল-চিরুভিটা ফুটবল গ্রাউন্ডে শিবিরের প্রধান উদ্যোগী ছিলেন বিবেকানন্দ অ্যাকাডেমির কর্ণধার চিকিৎসক প্রশান্ত মাহাতো ও সুমন্ত সেন। তাঁদের উদ্যোগেই পুরুলিয়া জেলার এবং পার্শ্ববর্তী রাজ্যের বিভিন্ন জায়গা থেকে কয়েক’শ স্থানীয় খেলোয়াড় বাছাই শিবিরে যোগ দেন। সেখান থেকেই তাদের প্রতিভাকে অগ্রাধিকার দিয়ে ক্লাবের জন্য ১২ জন খেলোয়াড়কে বেছে নেন জর্জ টেলিগ্রাফের অন্যতম কর্তা অধিরাজ দত্ত, প্রশিক্ষক রঞ্জন ভট্টাচার্য।

অধিরাজ দত্ত জানান, “আমরা কলকাতা লীগে খেলার জন্য এদের তৈরি করব। কিন্তু করোনা আবহে সমস্যা মাথা চাড়া দিচ্ছে। আমাদের লক্ষ্য কলকাতা বা পার্শ্ববর্তী জেলা থেকে নয়, পুরুলিয়ার মতো দূরের জেলা থেকে খেলোয়াড়দের একটা ভালো সুযোগ করে দেওয়া। কলকাতার মতো আকর্ষণীয় লীগে এই ছেলেরাই দাপিয়ে বেড়াক আমরা চাই। তাই, এই পরিস্থিতির মধ্যেও পুরুলিয়া এসেছিলাম।”

কলকাতার তিন প্রধান ক্লাবেও এর আগে পুরুলিয়ার ছেলেরা খেলেছে। তবে এই ভাবে বেশি সংখ্যক ছেলে এর আগে এক সঙ্গে যায়নি বলে জানা গিয়েছে। এই সুযোগের জন্য জেলা ক্রীড়া সংস্থার অন্যতম ক্রীড়া সংগঠক পার্থ মুখার্জি পুরুলিয়া জেলার হয়ে কৃতজ্ঞতা জানিয়েছেন জর্জ টেলিগ্রাফ স্পোর্ট্স ক্লাবকে।

বাছাই ১২ জনের মধ্যে ৬ জনই মানবাজারের বিবেকানন্দ ফুটবল অ্যাকাডেমির। এতে স্থানীয় এই অ্যাকাডেমির সার্থকতা এবং দীর্ঘদিনের প্রচেষ্টা সাফল্য পেল বলে দাবি অ্যাকাডেমির কর্ণধার প্রশান্ত মাহাতোর।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *