আমাদের ভারত, মেদিনীপুর, ১ নভেম্বর: পশ্চিম বাংলায় যে পরিস্থিতি চলছে, এতে আগামী বিধানসভা নির্বাচন শান্তিপূর্ণ করা সম্ভব নয় বলে নির্বাচন কমিশনকে রাজ্য বিজেপির পক্ষ থেকে জানানো হয়েছে বলে দলের সভাপতি দিলীপ ঘোষ জানিয়েছেন। মেদিনীপুরে তিনি আজ বলেন, আগামী কয়েকদিন বিভিন্ন জায়গায় যোগদান কর্মসূচি রয়েছে। যোগদান মেলায় ছোট বড় বিভিন্ন স্তরের নেতারা যোগ দিচ্ছেন। তবে এপর্যন্ত কোনও মন্ত্রী যোগাযোগ না করলেও বিধায়করা যোগাযোগ করেছেন। আমরা বলেছি আপনারা প্রস্তুতি নিন, যখন সময় আসবে আমরা আপনাদের দলে নেব। আর যে কোনও সময় এটা হতে পারে। দিলীপ ঘোষ এদিন শুভেন্দু অধিকারী প্রসঙ্গ এড়িয়ে গেলেও বলেন, তৃণমূলে কোনও ভদ্রলোক আর থাকতে পারবে না। পার্টিটাই উঠে যাবে। যে কোনও সময় বিস্ফোরণ হবে, পুরো পার্টিটা ভেঙে পড়বে। সেদিকেই গতি প্রকৃতি যাচ্ছে। ছোট থেকে বড় নেতা, মন্ত্রী বিধায়কদের এই দলে থাকাটা অসহ্য হয়ে যাচ্ছে। সেকথা মন্তব্য করে অনেক নেতা মন্ত্রী বুঝিয়েও দিচ্ছেন।