সাথী প্রামানিক, আমাদের ভারত, পুরুলিয়া, ১৪ এপ্রিল: করোনার থাবায় লকডাউন অব্যাহত সারাদেশের সঙ্গে এই রাজ্যের প্রান্তিক জেলা পুরুলিয়াতেও। গাজনের
চড়ক ঘোরা, ভক্তাদের নাচ সহ বন্ধ সব ধরনের সংস্কৃতি বহন করা আঙ্গিক। এই প্রাচীন রীতির ছন্দে ছেদ পড়েছে এবার।
কিন্তু স্থানীয় দুই শিশু নাট্য শিল্পীর ঢাকের বাদ্যি কিছুটা হলেও সেই আমেজ ধরে রাখার চেষ্টা করল। দুই শিশু নাট্য শিল্পী কূলদীপ সূত্রধর আর মোহিত দেওঘরিয়ার ঢাকের তালে দুধের স্বাদ ঘোলে মেটালেন স্থানীয় বাসিন্দারা। ছাদের ওপর গাজনের তালে ঢাক বাজালেন আর সেটা উপভোগ করলেন অন্যান্য বাড়ির কাকিমা জ্যেঠিমারা।
ভোরে কোকিলের ডাক শুনলে যেমন মনে হয় বসন্ত এসে গেছে, ঠিক তেমনি গাজনের বাজনা শুনে পাড়া প্রতিবেশীদের ঢাক বাজিয়ে এই দুই ক্ষুদে অভিনেতা জানিয়ে দিল আজ পয়লা বৈশাখ।