আমাদের ভারত, মালদা, ২৬ মার্চ: গ্যাস সিলিন্ডার ফেটে মৃত্যু এক শিশুসহ গবাদি পশুর। মর্মান্তিক ঘটনাটি ঘটেছে শনিবার সকালে মালদা জেলার কালিয়াচক থানার যদুপুর নয়াগ্রামের। মৃত শিশুর নাম তাবেরেজ শেক, বয়স(৩) বছর। বাবা হাবিবুর সেখ মা চাঁদনি বিবি। তাবেরেজরা দুই ভাই। তাবরেজ সব ভাইয়েদের মধ্যে বড়।
পরিবার ও পুলিশ সূত্রে জানা যায়, আজ সকালে রান্না ঘরের কাছে এই শিশুটি খেলা করছিল। সেই সময় হঠাৎই গ্যাস সিলিন্ডার ফেটে যায়। ঘটনায় মৃত্যু হয় এক শিশুসহ গবাদি পশুর। প্রথমে আহত শিশুকে উদ্ধার করে স্থানীয় কালিয়াচক গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে মালদা মেডিকেল কলেজে স্থানান্তর করা হলে জরুরি বিভাগে কর্মরত চিকিৎসক ওই শিশুকে মৃত বলে ঘোষণা করে। মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মালদা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে আনা হয়।