আমাদের ভারত, হাওড়া, ২০ অক্টোবর: অবশেষে চতুর্থীর সকালে পর্যটকদের জন্য খুলে দেওয়া হল গড়চুমুক পর্যটন কেন্দ্র। যদিও এখনই পিকনিকের অনুমতি দেওয়া হচ্ছে না। হাওড়া জেলা পরিষদ সূত্রে খবর, পরবর্তী পরিস্থিতি বিবেচনা করে এই ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হবে।
করোনা পরিস্থিতিতে লকডাউনের ফলে রাজ্যের একাধিক পর্যটন কেন্দ্রের পাশাপাশি হাওড়া জেলার গড়চুমুক পর্যটন কেন্দ্রে পর্যটকদের ঢোকা নিষিদ্ধ করা হয়। দীর্ঘ ৭ মাস পর অবশেষে মঙ্গলবার থেকে পর্যটকদের জন্য এই পর্যটন কেন্দ্র খুলে দেওয়া হল। এদিন হাওড়া জেলা পরিষদের সভাধিপতি কাবেরি দাস, সহকারি সভাধিপতি অজয় ভট্টাচার্য সহ জেলা পরিষদের একাধিক কর্মাধ্যক্ষের উপস্থিতিতে পর্যটকদের জন্য খুলে দেওয়া হল গড়চুমুক পর্যটন কেন্দ্র। জেলা পরিষদের সহকারি সভাধিপতি অজয় ভট্টাচার্য জানান, সমস্ত করোনা সুরক্ষা বিধি মেনে পর্যটনকেন্দ্র খুলে দেওয়া হল। তবে এখনই পর্যটন কেন্দ্রে পিকনিক করার অনুমতি মিলছে না। তিনি জানান, পর্যটন কেন্দ্রে প্রবেশের সময় প্রতিটি পর্যটকের থার্মাল স্ক্রিনিং করা ছাড়াও প্রত্যেকের হাতে স্যানিটাইজার দেওয়া হবে। অজয় ভট্টাচার্য জানান, পর্যটন কেন্দ্রের ভিতর সামাজিক দূরত্ব বজায় রাখার ব্যাপারে নজরদারি চালানো হবে।
অন্যদিকে, দীর্ঘদিন পর পর্যটন কেন্দ্র খোলায় খুশি স্থানীয় ব্যবসায়ীরা। তাদের মতে লকডাউনের ফলে পর্যটন কেন্দ্র বন্ধ হয়ে যাওয়ায় প্রতিটি ব্যবসায়ী আর্থিক ক্ষতির মুখে পড়েছিল। পুজোর আগে পর্যটন কেন্দ্র খুলে দেওয়ায় কিছুটা হলেও সেই আর্থিক ক্ষতি সামাল দেওয়া যাবে।