সাথী দাস, পুরুলিয়া, ২ জুন: টানা ১৪ ঘণ্টা ট্রাক্টর আটকে এলাকা থেকে বালি তোলা বন্ধ নিশ্চিত করলেন পুরুলিয়ার গাড়াফুসড় অঞ্চলের বাসিন্দারা। অভিযোগ সব মহলেই জানানো হয়েছিল কাজ হয়নি। তাই নিজেরাই বালি চক্রের সঙ্গে যুক্ত ট্রাক্টরকে আটক করে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করলেন।
বালি পাচারের অভিযোগ তুলে গ্রামবাসীরা ভোর রাত থেকে প্রায় চল্লিশটির বেশি ট্রাক্টর আটক করলেন। পুরুলিয়া ১ নম্বর ব্লকের গাড়াফুসড় অঞ্চলের একদল যুবক এদিন বালি বোঝাই ট্রাক্টর আটকে রাখেন। তাঁদের অভিযোগ, গ্রাম লাগোয়া কাঁসাই নদী থেকে বালি তুলে ব্যবসা করছেন এক শ্রেণির মানুষ। সরকারি চালান ছাড়াই যেখানে বালি তোলা হচ্ছে তার পাশেই রয়েছে গভীর নলকূপ। ওই স্থান থেকে পানীয় জল সরবরাহের জন্য জল উত্তোলন করা হয়। মাঝরাত থেকেই ওই রাস্তা দিয়ে সশব্দে বালি বোঝাই ট্রাক্টরের যাতায়াত শুরু হয় সকাল পর্যন্ত। বেপরোয়া ওই ট্রাক্টরের যাতায়াতে ঘুম উঠে গিয়েছে শিশু ও অসুস্থদের। বিষয়টি নিয়ে সংশ্লিষ্ট প্রশাসনিক স্তরে লিখিতভাবে জানানোর পরেও কোনও সুরাহা হয়নি বলে অভিযোগ গ্রামবাসীদের। আর তাই এদিন ভোর রাত থেকে ট্রাক্টর পাকড়াও অভিযান শুরু করেন গ্রামবাসীরা।
শেষপর্যন্ত খানিকটা সফলও হলেন তাঁরা। খবর পেয়ে বেলার দিকে ভূমি ও রাজস্ব দফতরের কর্মী ও পুরুলিয়া মফস্বল থানার পুলিশ গিয়ে দীর্ঘ আলোচনা করেন গ্রামবাসীদের সঙ্গে। সেখানেই দফতরিয়ভাবে সিদ্ধান্ত হয় বালির চালান না থাকা আটক ট্রাকটারের থেকে জরিমানা নেওয়ার। নদীর ওই স্থান থেকে বালি উত্তোলন বন্ধ করার প্রতিশ্রুতি দেওয়া হয় দফতরিয়ভাবে।