আমাদের ভারত, মেদিনীপুর, ৩ এপ্রিল: লকডাউনের ফলে প্রায় শুনশান মেদিনীপুর শহরের কুইকোটা এলাকায় রমরমিয়ে চলছিল গাঁজা বিক্রি। করোনার কারণে দোকানপাট সব বন্ধ করে কুইকোটা এলাকার মানুষজন এক প্রকার গৃহবন্দি থাকলেও থামেনি গাঁজা বিক্রির ব্যবসা।
গাঁজা পাওয়া যায় না এবং এলাকায় দুমাস বাইরের লোক ঢুকবেন না বলে কুইকোটা বস্তিতে স্থানীয় বাসিন্দারা পোস্টার লাগিয়ে ছিলেন। কিন্তু তার পরেও গোপনে রমরমিয়ে চলেছে গাঁজা বিক্রি। এলাকার বাসিন্দারা প্রতিবাদ করলে গাঞ্জা বিক্রেতারা তাদের উপর চড়াও হয়ে মারধর করে বলে কয়েকজন কোতোয়ালি থানায় অভিযোগ জানান। অভিযোগ পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে অমিত দাস নামে এক গাঁজা ব্যবসায়ীকে গ্রেপ্তার করে।