স্নেহাশীষ মুখার্জি, আমাদের ভারত, নদিয়া, ১৭ আগস্ট: আবারো গঙ্গা ভাঙ্গন অব্যাহত। এবার পরপর প্রায় ছয়টি বাড়ি তলিয়ে গেল গঙ্গাবক্ষে। আতঙ্কে ঘরবাড়ি ভেঙ্গে অন্যত্র চলে যাচ্ছে স্থানীয়রা। নদিয়ার শান্তিপুর পৌরসভা এলাকার ঘটনা।
উল্লেখ্য, নদিয়ার শান্তিপুর পৌরসভার ১৬ নম্বর ওয়ার্ডের চরসরাগর এলাকায় এর আগেও একাধিকবার বিঘা বিঘা জমি গঙ্গা ভাঙ্গনে তলিয়ে গেছে। গতকাল রাত থেকে গঙ্গা ভাঙ্গন শুরু হয়। নিমেষেই চোখের সামনে বেশ কয়েকটি বসতবাড়ি গঙ্গা গ্রাস করে নেয়। পরে আতঙ্কে ঘরবাড়ি ছেড়ে একাধিক পরিবার স্থানীয় একটি সরকারি স্কুলে আশ্রয় নিয়েছেন।

বর্ষা এলেই ভাঙ্গনের তীব্রতা বেড়ে যায়। স্থানীয়দের অভিযোগ, গঙ্গা ভাঙ্গন এই প্রথম নয় প্রতিবছর নিয়মিতভাবে ভাঙ্গন চলতে থাকে। প্রশাসনসহ জনপ্রতিনিধিরা সকলকেই এসে গঙ্গার পাড় বাঁধানো হবে বলে আশ্বাস দিয়ে যান। তাদের দাবি, এইভাবে চলতে থাকলে গোটা গ্রাম গঙ্গাবক্ষে তলিয়ে যাবে। তারা চাইছেন অবিলম্বে প্রশাসন এবং সেচ দপ্তর পাকাপোক্তভাবে গঙ্গা ভাঙ্গন রোধ করার কোনও ব্যবস্থা করুক।
এ বিষয়ে শহর তৃণমূল সভাপতি বৃন্দাবন প্রামাণিক বলেন, ইতিমধ্যেই শান্তিপুরের বিডিও এবং জেলা সেচ দপ্তরের সাথে কথা হয়েছে। আজ থেকেই প্রাথমিকভাবে তারা সরজমিনে খতিয়ে দেখে কাজ শুরু করবে বলে জানা গেছে। তবে বড় একটি প্রকল্প আসতে চলেছে সেটা শুরু হলে অনেকটা সমস্যার সমাধান হবে বলে তিনি জানিয়েছেন।

