শুরু হয়েছে গঙ্গাসাগর মেলা, আজ থেকেই গঙ্গা আরতি, উপস্থিত রাজ্যের দুই মন্ত্রীসহ আধিকারিকরা

আমাদের ভারত, দক্ষিণ ২৪ পরগণা, ১২ জানুয়ারি: গত ৯ই জানুয়ারি গঙ্গাসাগর মেলা ২০২৪ -এর উদ্বোধন করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী। মেলা শুরুর আগে থেকেই রাজ্য তথা দেশের বিভিন্ন প্রান্ত থেকে সাধু সন্ত ও সাধারণ পুন্যার্থীরা এই মেলায় আসতে শুরু করেছেন। শুক্রবার থেকে ভিড় বাড়তে শুরু করেছে গঙ্গা সাগরে।

আগামী ১৪ ও ১৫ তারিখ অর্থাৎ রবি ও সোমবার মকর সংক্রান্তির পুণ্য স্নান গঙ্গাসাগরে। সেই সময় রেকর্ড পরিমাণ ভিড় এই সাগর মেলায় হবে বলেই আশাবাদী দক্ষিণ ২৪ পরগনা জেলা প্রশাসন।

শুক্রবার সন্ধ্যা থেকেই গঙ্গা আরতি শুরু হয়েছে সাগরে। বিশিষ্ট মানুষজন, সাধু সন্ত দেশের বিভিন্ন প্রান্ত থেকে গঙ্গাসাগরে এসেছেন এই আরতিতে অংশ গ্রহণ করতে। এদিনের এই গঙ্গা আরতিতে উপস্থিত রয়েছেন রাজ্যের দুই মন্ত্রী স্নেহাসিশ চক্রবর্তী ও বঙ্কিম হাজরা সহ দক্ষিণ ২৪ পরগনা জেলা পরিষদ সহ রাজ্য প্রশাসনের আধিকারিকরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *