কুমারেশ রায়, আমাদের ভারত, মেদিনীপুর, ১৪ জানুয়ারি:
বৃহস্পতিবার মকর সংক্রান্তি। গ্রামবাংলায় নতুন ফসল ওঠার পাশাপাশি মানুষ মেতে ওঠেন পিঠে পুলি উৎসবে।
আজ ভোর থেকেই ঘাটালের শিলাবতী নদীতে পুণ্যার্থীরা পুণ্য স্নান করেন। শিলাবতী নদীর ধারে উৎসাহের সাথে গঙ্গা পুজোর আয়োজন করা হয়েছে। অন্যান্য বছরের মতো পৌষ সংক্রান্তি উপলক্ষে মেলা বসেছে।
ইদানিং বিভিন্ন মেলার আঙ্গিক পরিবর্তন হয়ে শহরের ছোঁয়া লেগেছে। কিন্তু ঘাটালের পৌষ সংক্রান্তির মেলা তার প্রাচীন ঐতিহ্য এখনো ধরে রেখেছে। প্রাচীন এই মেলাতে গ্রামীণ সংস্কৃতির ছোঁয়া পাওয়া যায়। কিছু গরিব মানুষ এই মেলাতে সামান্য কিছু রোজগার করেন। মাটির পুতুল থেকে ঠেকা, বঁটি, কোদাল, ঝুড়ি ইত্যাদি বিক্রি হয় মেলাতে। গ্রামীণ সংস্কৃতি সন্ধান এখনও এই মেলাতে দেখা যায়। পৌরসভা পরিচালিত এই মেলায় গতবছরের থেকে ভিড় একটু কম হলেও উৎসাহ প্রায় একই আছে।