বাজেট কাটছাঁট করে করোনা সচেতনতা ও সমাজ সেবা পুরুলিয়ার গণেশ পুজো উদ্যোক্তাদের

সাথী দাস, আমাদের ভারত, পুরুলিয়া, ২২ আগস্ট: গণেশ পুজোর বাজেট কাট ছাট করে করোনা সচেতনতা বাড়াতে উদ্যোগ নিল পুরুলিয়ার নিতুরিয়ার একটি ক্লাব। এই ভাবেই পুরুলিয়ার নিতুরিয়ায় করোনা আবহে গণেশ পুজোয় মাতলেন এলাকাবাসী।

গণেশ চতুর্থী  উপলক্ষ্যে নিতুরিয়ার সরস্বতী ক্লাবের সদস্যরা শোভাযাত্রা করে দামোদর নদের ঘাট থেকে ঘট মণ্ডপে নিয়ে যান।তারপর ফিতে কেটে মণ্ডপের প্রবেশ পথ ও পুজোর আনুষ্ঠানিক উদ্বোধন করেন ইসিএলের পারবেলিয়া কোলিয়ারির এজেন্ট কেএসপি কাইরো। উপস্থিত ছিলেন পারবেলিয়া কোলিয়ারির ম্যানেজার আনন্দ প্রকাশ সহ অন্যান্য বিশিষ্ট জন। পুজোতে জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে মানুষের সমাগম হয়। হিন্দু, মুসলমান, শিখ, খ্রীষ্টান সব জাতির সমন্বয়ে শোভাযাত্রায় সম্প্রীতির বার্তা দেয়। পুজো মণ্ডপের দেওয়ালে করোনা সম্পর্কে সচেতনতা আর বার্তা হিন্দি ও বাংলাতে বার্তা উপস্থাপন করা হয়।

এরপর পুজো কমিটির সেক্রেটারি শান্তিভূষণ প্রসাদ যাদব জানান, ১৯৯৯ সালে এলাকার বিশিষ্ট সমাজসেবী স্বর্গীয় শশীভূষণ প্রসাদ যাদব এই পুজো শুরু করেন।
এই বছর ২২ তম বর্ষে পা দিল। করোনার জন্য ছোট করে পুজো অনুষ্ঠান করছি এ বছর। তবে রয়েছে বিভিন্ন সামাজিক কাজ ও সেবামূলক কর্মসূচি। অপুষ্টি জনিত শিশুদের পুষ্টিগত ও প্রয়োজনীয় খাদ্য সামগ্রী তুলে দেওয়া হবে। স্বনির্ভর গোষ্ঠীর তদারকি করা মহিলাদের হাতে তুলে দেওয়া হবে সাইকেল। এছাড়া এলাকারই শিব চর্চা করা মহিলাদেরও প্রয়োজনীয় পোশাক ও অন্যান্য সরঞ্জাম পুজো কমিটির পক্ষ থেকে তুলে দেওয়া হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *