সাথী প্রামানিক, পুরুলিয়া, ৭ মে: কোভিড ১৯ এর প্রভাব শারদোৎসবে কেমন হতে পারে তার আভাস পাওয়া গেল বৈশাখী পূর্ণিমায় গন্ধেশ্বরী পূজায়। অনাড়ম্ভরপূর্ণ, চিরাচরিত মাটির প্রতিমায় পূজা হল না গন্ধেশ্বরীর। ছেদ পড়ল ঐতিহ্যে। ঘট পূজো করে সন্তুষ্ট থাকতে হল গন্ধ বণিক মহাসভার পুরুলিয়া শাখা সমিতিকে।
পুরুলিয়া শহরের চক বাজার এলাকায় তাদের স্থায়ী মন্দিরে বেশ জাঁকজমক ভাবে পূজো হয়ে আসছিল প্রতি বছর। এবারের বাজেটে কাট ছাঁট করে কোভিড ১৯ এর মোকাবিলায় রাজ্যের ত্রাণ তহবিলে অনুদান, দুঃস্থদের খাদ্য সামগ্রী, বস্ত্র বিতরণ করা হয় বলে জানালেন এক উদ্যোক্তা। এবার পূজো খানিকটা নমঃ নমঃ করে অনুষ্ঠিত হচ্ছে। প্রতিমা নেই, আলোক সজ্জা, মাইক, ঢাক কিছুই নেই। বিশ্ব মহামারির আবহে পূজিতা হচ্ছেন গন্ধেশ্বরী।