গেম চেঞ্জার ! দেশের পরবর্তী নেতা আপনারাই, প্রথম ব্যাচের অগ্নিবীরদের উদ্বুদ্ধ করলেন প্রধানমন্ত্রী

আমাদের ভারত, ১৭ জানুয়ারি:
প্রথম ব্যাচের অগ্নিবীরদের উদ্দেশ্যে বক্তব্য রাখলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। অগ্নিপথ প্রকল্পের প্রথম ব্যাচ হিসেবে দেশের অন্যান্য যুবদের পথ দেখানোর জন্য তাদের অভিনন্দন জানালেন মোদী। তিনি বলেন, দেশের সশস্ত্র বাহিনীকে আরো শক্তিশালী করে তুলতে হবে এবং আগামী দিনে ভবিষ্যতের চ্যালেঞ্জগুলির জন্য তাদের প্রস্তুত করতে এই নীতি একটি গেম চেঞ্জার হিসেবে কাজ করবে।

অগ্নিবীদের দেশের পরবর্তী নেতা হিসেবে আখ্যা দিয়েছেন প্রধানমন্ত্রী। ভিডিও কনফারেন্সের মাধ্যমে অগ্নিবীরদের সামনে বক্তব্য রাখেন প্রধানমন্ত্রী। মোদী বলেন, অগ্নিবীদের হাত ধরেই সশস্ত্র বাহিনীতে নয়া প্রযুক্তি আসবে। তাতে যৌবনের ছোঁয়া লাগবে। অগ্নিবীরদের সম্ভাবনাকে স্বাগত জানিয়ে তিনি বলেন, তাদের উৎসাহ সশস্ত্র বাহিনীতে প্রতিফলিত হবে। এই বীরত্বই দেশের পতাকাকে সর্বদা উঁচু করে রেখেছে। তিনি বলেন, অগ্নিপথ প্রকল্পের আওতায় তারা যে সুযোগ পাচ্ছেন তা সারা জীবনের জন্য গর্বে রসদ হয়ে থাকবে তাদের কাছে।

তিনি আরো জানান, অগ্নিপথ প্রকল্পের মাধ্যমে ক্ষমতায়ন হবে দেশের মহিলাদেরও। যেভাবে উৎসাহের সঙ্গে মহিলা অগ্নিবীররা দেশের নৌ সেনায় যোগ দিয়েছেন তা গর্বের। দেশের তিন বাহিনীতেই মহিলাদের সক্রিয় অংশগ্রহণ দেখতে পাবেন বলে আশা প্রকাশ করেছেন মোদী।

এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং। অগ্নিপথ প্রকল্পের আওতায় সাড়ে ১৭ বছর থেকে ২১ বছরের নাগরিকদের দেশের তিন বাহিনীতে চুক্তি ভিত্তিক নিয়োগের কথা বলা হয়েছে। চার বছরের জন্য তারা দেশের তিন বাহিনীতে কাজ করার সুযোগ পাবেন। চার বছর পর মোট অগ্নিবীরের ২৫ শতাংশ যোগ্যরা আরো ১৫ বছরের জন্য দেশের সামরিক বাহিনীতে কাজ করার সুযোগ পাবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *