আমাদের ভারত, হাওড়া- পিকআপ ভ্যানে করে ওড়িশা থেকে কলকাতায় গাঁজা পাচারের সময় ১৬ নং জাতীয় সড়কে খলিশানি এলাকা থেকে দুই গাঁজা পাচারকারীকে গ্রেফতার করল রাজাপুর থানার পুলিশ। পুলিশের দাবি, ধৃতদের কাছ থেকে প্রায় ৮০ কেজি গাঁজা উদ্ধার করা হয়েছে। যার বাজার মূল্য কয়েক লক্ষ টাকা। যে গাড়িতে করে গাঁজা পাচার করা হচ্ছিল সেই গাড়িটিকে বাজেয়াপ্ত করেছে রাজাপুর থানার পুলিশ।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বেশ কিছুদিন ধরেই জাতীয় সড়ক দিয়ে গাঁজা পাচারের খবর আসছিল পুলিশের কাছে। সেইমত গোপন সূত্রে খবর পেয়ে শুক্রবার দুপুরে রাজাপুর থানার পুলিশ ২৬ নং জাতীয় সড়কে মালপাড়া ও খলিশানির মাঝে নাকা চেকিং করার সময় কলকাতা মুখী লেনে পিকআপ ভ্যানটিকে পুলিশ আটকায়। পরে গাড়িতে তল্লাশি চালালে এই গাঁজা উদ্ধার হয়। এরপরেই পুলিশ গাড়িতে থাকা দুই ব্যক্তিকে গ্রেফতার করে। এই বিপুল পরিমাণ গাঁজা কোথায় নিয়ে যাওয়া হচ্ছিল পুলিশ খতিয়ে দেখছে।

