আমাদের ভারত, মেদিনীপুর, ১৫ জুন: সামাজিক অনুষ্ঠান, লোকাচার, খেলা, মেলার মত উৎসবেও করোনা আবহ ছায়া ফেলেছেl তাই লক ডাউনের বিধি নিয়ম মেনে সংক্ষিপ্ত আকারে মেদিনীপুর শহরের ধর্মা এলাকার শিবমন্দিরে সোমবার পালিত হয়েছে বৈশাখী গাজন উৎসবl লকডাউন বিধি মেনে সামাজিক দূরত্ব বজায় রেখে উৎসব কমিটি এদিন অনাড়ম্বরভাবে পালন করেছেন এলাকার ঐতিহ্যবাহী শিব মন্দিরের চিরাচরিত গাজন উৎসব।

এবার ক্ষনিকের এই গাজন উৎসব পর্ব দেখার জন্য স্থানীয় এলাকার মানুষ ভিড় জমানl লকডাউন কেন্দ্রিক প্রশাসনিক নির্দেশ মেনে গাজন উৎসবে এবার মাত্র ছয় জন ভোক্তাকে অংশগ্রহণ করতে দেখা গেছেl

