আমাদের ভারত, হাওড়া, ৫ নভেম্বর: হাওড়া জেলার পর্যটন মানচিত্রে গাদিয়াড়া একটা উল্লেখযোগ্য স্থান। কলকাতা থেকে বাসে করে প্রতিদিন পর্যটকরা এই পর্যটন কেন্দ্রে বেড়াতে আসে। যদিও এতদিন এই পর্যটন কেন্দ্রে কোন স্থায়ী বাসষ্ট্যান্ড না থাকায় সমস্যায় পড়ত পর্যটকরা। আর পর্যটকদের পাশাপাশি স্থানীয় বাসিন্দাদের সুবিধার্থে গাদিয়াড়ায় আধুনিক বাসষ্ট্যান্ড নির্মাণ করা হল। বৃহস্পতিবার নবান্ন থেকে ভার্চুয়ালি উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সূত্রের খবর, পরিবহন দফতরের আর্থিক সহায়তায় এই বাসষ্ট্যান্ডটি নির্মাণ করতে খরচ হয়েছে ১ কোটি ১১ লক্ষ টাকা।
২০১৭ সালে পরিবহন মন্ত্রী শুভেন্দু অধিকারী বাসষ্ট্যান্ডের শিলান্যাস করার পর বৃহস্পতিবার এর উদ্বোধন হল। শ্যামপুর ১ নং পঞ্চায়েত সমিতি সূত্রে খবর, আধুনিক এই বাসষ্ট্যান্ডে বিশ্রামাগার, শৌচালয় ও স্নানাগার থাকছে। শ্যামপুরের বিধায়ক কালীপদ মন্ডল জানান শুধু বাসষ্ট্যান্ড নয় পাশাপাশি গাদিয়াড়া পর্যটন কেন্দ্রকে ঢেলে সাজানোর পরিকল্পনা নিয়েছে রাজ্য সরকার।