পুরুলিয়া থেকে পলাতক বন্দি হোমগার্ড মথুরা থেকে গ্রেফতার

সাথী দাস, পুরুলিয়া, ২১ এপ্রিল: পুরুলিয়া গভর্নমেন্ট মেডিকেল কলেজ ও হাসপাতালের আয়সোলেশন বিভাগ থেকে ২০২১ সালের ২২শে ডিসেম্বর খুনের অভিযোগে ধৃত হোমগার্ড মুক্তিপদ কুমার বাথরুমের জানলা ভেঙ্গে পালিয়ে যায়। সেই ঘটনায় অভিযুক্ত মুক্তিপদ কুমারকে গতকাল মথুরা থেকে গ্রেফতার করে পুরুলিয়া সদর থানার পুলিশ। আজ তাকে পুরুলিয়া জেলা আদালতে তোলা হয়।

উল্লেখ্য, ২০২১ সালের আগস্ট মাসের ৮ তারিখে বলরামপুর থানার তিলাই গ্রামে এক ব্যক্তি খুন হন। সেই ঘটনায় গ্রেফতার হয় পুলিশের হোমগার্ড পদে কর্মরত মুক্তিপদ। বিচারাধীন ওই বন্দি জেলা সংশোধনাগারে ছিলেন। সেখানে থাকার সময় তিনি অসুস্থ হন। সেই সময় তাকে ২১ ডিসেম্বর পুরুলিয়া গভর্নমেন্ট মেডিকেল কলেজ ও দেবেন মাহাতো সদর হাসপাতালে ভর্তি করা হয়। পরের দিন ২২ তারিখ রাত সাড়ে ৮টা নাগাদ বাথরুমে যাওয়ার নাম করে জানালার রড ভেঙ্গে পালিয়ে যায় ওই বন্দি। হাসপাতাল কর্তৃপক্ষ সদর থানায় একটি লিখিত অভিযোগ করে।

দীর্ঘ ১ বছর পর উত্তরপ্রদেশের মথুরাতে তার খোঁজ পায় পুলিশ। কয়েকদিন আগেই রওনা দেয় সদর থানার পুলিশের একটি দল। গতকাল সেখান থেকে তাকে নিয়ে আসা হয় পুরুলিয়ায়। তার বিরুদ্ধে নতুন করে ভারতীয় দণ্ড বিধির ২২৪ জামিন অযোগ্য ধারায় মামলা করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *