সুশান্ত ঘোষ, বনগাঁ, ২৪ আগস্ট: আর্থিক প্রতারণা করে একটি রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের শাখা সেবাকেন্দ্র বন্ধ করে চম্পট দেওয়ার অভিযোগ উঠল ভারপ্রাপ্ত ম্যানেজারের বিরুদ্ধে। এর প্রতিবাদে ব্যাঙ্কের সামনে বিক্ষোভে ফেটে পড়েন গ্রাহকরা। ঘটনাটি উত্তর ২৪ পরগণার বনগাঁ শাখার সবাইপুর ও সতিনাথপুর এসবিআই শাখায়। অভিযুক্ত ম্যানেজারের নাম সুদীপ বাগচি। বনগাঁ থানার রায়পুর এলাকার বাসিন্দা বলে পুলিশ জানিয়েছে। ছয় মাস ধরে তিনি ওই ব্যাঙ্কের ভারপ্রাপ্ত ম্যানেজার পদে কর্মরত।
কয়েক বছর ধরে ওই রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের শাখার গ্রাহক সেবাকেন্দ্রে প্রায় কয়েক হাজার গ্রাহক। নিয়মিত লেনদেন করেন। লকডাউনের শুরুতে গ্রাহকরা বুঝতে পারেন, লেনদেনের তুলনায় পাশ বইয়ে টাকা কম হয়ে যাচ্ছে। ঘটনার কথা জানাজানি হতেই ব্যাঙ্কের সেবা বন্ধ করে পালিয়ে যায় অভিযুক্ত ম্যানেজার সুদীপ বাগচি। পরে গ্রাহকরা সরাসরি রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কে পাশ বই চেক করতে গিয়ে জানতে পারে প্রায় ১০০ জনের বেশি গ্রাহক প্রতারিত হয়েছে। আনুমানিক ২০ লক্ষ টাকা নিয়ে চম্পট দিয়েছে ম্যানেজার সুদীপ বাগচি। রবিবার এলাকার মানুষ ক্ষোভে ফেটে পড়ে। ব্যাঙ্কের সেবা কেন্দ্রের সামনে বিক্ষোভ করে বনগাঁ থানায় লিখিত অভিযোগ করে গ্রাহকরা। খবর পেয়ে ঘটনা স্থলে আসেন প্রাক্তন বিধায়ক গোপাল শেঠ। তিনি বলেন, পুলিশকে জানিয়েছি অবিলম্বে অভিযুক্তকে গ্রেফতার করে ক্ষতিগ্রস্তদের টাকা ফেরত দিতে। পুলিশ অভিযুক্ত ম্যানেজারের খোঁজ চালাচ্ছে।


