লকডাউনে চরম ক্ষতির মুখে রায়গঞ্জের ফল ব্যবসায়ীরা

আমাদের ভারত, উত্তর দিনাজপুর, ১৪ এপ্রিল:
লকডাউনের কারণে চরম ক্ষতির মুখে রায়গঞ্জের ফল ব্যবসায়ীরা। রাস্তায় নেই লোকজন, ফলে অবিক্রিতই থেকে যাচ্ছে তাদের ফলের সম্ভার। এমনিতেই গরম তার উপর দিনের পর দিন ফলগুলো পড়ে থেকে পচে নষ্ট হয়ে যাচ্ছে। ফলে আর্থিক ক্ষতির মুখে পড়ছেন ফল ব্যবসায়ীরা। ব্যবসা না হওয়ায় তাদের অবস্থা এতটাই করুন যে পরিবার প্রতিপালন করা দুরূহ হয়ে দাঁড়িয়েছে।

লকডাউনে ফলের দোকান ছাড় দেওয়া হয়েছে। সেই নির্দেশ অনুযায়ী উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জ শহরে মোহনবাটি এলাকাজুড়ে বসেছে ফলের দোকান। আপেল, কমলা, মুসুম্বি, বেদানা, কলা, তরমুজ আঙুর সহ হরেকরকম ফলের পসরা সাজিয়ে বসেছে ফল ব্যাবসায়ীরা। কিন্তু রাস্তায় দেখা নেই সাধারণ মানুষের। ফলে দোকান সাজিয়ে বসে থাকলেও খদ্দের নেই। সারাদিনে দু তিন জন খদ্দের আসে দোকানে। যা বিক্রি হয় সেই লাভের টাকা দিয়ে দোকানের খরচই জোগাড় হয় না, তো পেটের ভাত কিভাবে জোগাড় করবেন তা নিয়েই দুশ্চিন্তায় ফল ব্যবসায়ীরা।

বেলা হতেই তীব্র গরম পড়ছে, ফলে অত্যধিক গরম এবং দিনের পর দিন পড়ে থাকায় পচন ধরে যাচ্ছে ফলে। তাই বাধ্য হয়ে ফেলে দিতে হচ্ছে। ফলে চরম লোকসানের মুখে পড়ছেন তারা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *