আমাদের ভারত, হুগলী, ১ মে: আজ পয়লা মে শ্রমিক দিবস। জেলার শিল্পাঞ্চল গুলি বন্ধ। পেটের তাগিদে ভিন রাজ্যের শ্রমিকরা এই শিল্পাঞ্চল গুলিতে সারাবছর কোনও না কোনও কারখানায় যুক্ত থাকেন বা কাজ করেন। লকডাউনের ফলে কেউ বাড়ি ফিরে গেছেন কেউ বা কারখানার মধ্যে আটকে আছেন, গাড়িঘোড়া না চলায় বাড়ি যেতে পারছেন না তারা।

ডানকুনি শিল্পাঞ্চলে যে শ্রমিকরা কাজ করতেন তারা সংসারের অভাবে পেটের তাগিদে বিভিন্ন পেশায় যুক্ত হয়ে গেছে। কেউ ফল বিক্রি করছেন, কেউ মাছ বিক্রি করছেন, কেউ বা সবজি বিক্রি করছেন। কারখানা বন্ধ হয়ে যাওয়ার পরে সংসার চালাবার জন্য তারা কি করবেন ভেবে পাচ্ছেন না। তাই তারা কেউ ফল আনাজ বিক্রি করে বাড়ির মা-বাবাদের মুখে অন্ন তুলে দেওয়ার চেষ্টা করছেন। তারা চান যত তাড়াতাড়ি লকডাউন উঠবে তারা আবার নিজের কাজে ফিরতে পারেন। রোগ বড় বালাই, কিন্তু পরিবারকে হাসিমুখে রাখতে কর্মহীন হয়ে আর কতদিন!

